রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

ডুমুরিয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা গ্রেপ্তার ২

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
  ২৫ জুলাই ২০২৪, ০০:০০
ডুমুরিয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা গ্রেপ্তার ২

খুলনার ডুমুরিয়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামীসহ ৬ জনের নামে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটে গত সোমবার বিকালে উপজেলার বরাতিয়া এলাকায়।

এ ঘটনায় মঙ্গলবার স্বামী বেলাল হোসেন বাকি ও তার বড় ভাই সাখাওয়াত হোসেন সাকিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সাকি ও বাকি দুই ভাই গলদা চিংড়ির ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের সোবহান মোল্যার ছেলে বেলাল হোসেন বাকির (৪৫) সঙ্গে পারিবারিকভাবে ২০১৬ সালে দাকোপ উপজেলার হোগলাবুনিয়া গ্রামের খায়রুজ্জামান মনির মেয়ে রিথির (২৩) বিয়ে হয়। তাদের আয়শা (৫) ও আপিপা (৫ মাস) নামে দু'কন্যা সন্তান রয়েছে। কিন্তু গত ৭-৮ মাস আগে একটি স্বর্ণের গহনাকে কেন্দ্র করে তাদের সুখের সংসারে ভাঙন শুরু হয়। ব্যাপক ঝগড়া লেগে যায় স্বামী-স্ত্রীর মধ্যে। বাকি প্রায় সময় স্ত্রীকে মারধরও করত বলে অভিযোগ রয়েছে।

রিথির পিতা মামলার বাদী খায়রুজ্জামান জানায়, একটি স্বর্ণের গহনা স্বামীর অজান্তে রিথি তাদের এক প্রতিবেশীকে ধার দেয়। সময়মতো ওই গহনা ফিরিয়ে দিতে না পারার একপর্যায়ে স্বামী বিষয়টি জানতে পারে। মূলত সেই থেকে মেয়ে রিথি শারীরিক ও মানসিকভাবে স্বামীর নির্যাতনের শিকার হয়ে আসছে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা জানান, শ্বাসরোধ করে হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে। তবে যৌতুকের দাবিতে শ্বাসরোধ পূর্বক হত্যা ও সহায়তা করার অপরাধে থানায় মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

উলেস্নখ্য, গত ২২ জুলাই সোমবার বিকালে রিথি বেগম তাদের বাড়ির বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন প্রতিবেশীদের সহায়তায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে রিথিকে মুমূর্ষু অবস্থায় ডুমুরিয়া হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে আনার আগেই রিথি মারা গেছে বলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে