কর্ণফুলীতে কিশোরকে মারধরের পাঁচদিন পর মৃতু্য

প্রকাশ | ২৫ জুলাই ২০২৪, ০০:০০

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে তারেক আহমদ (১৭) নামের এক কিশোরকে মারধরের পাঁচদিন পর মারা গেছে। বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত তারেক উপজেলার বড়উঠান ইউনিয়নের দক্ষিণ শাহমীরপুর জাগিরপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে। এ বিষয়ে কর্ণফুলী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান থানার ওসি। নিহত তারেকের বন্ধু শাহেদ (১৭) জানায়, 'গত শুক্রবার সন্ধ্যার পর তারেকসহ আমরা চার বন্ধু বাড়ির পাশে খালে একটি নৌকায় বসে আড্ডা দিচ্ছিলাম। এ সময় নৌকার মালিক মো. কাউছার (৪০) এসে নৌকায় বসা নিয়ে গালাগালি শুরু করে, পরে কাউছারের ভাই আবছার ও আলমগীর লোহার লড় নিয়ে আমাদেরকে মারধর শুরু করলে আমরা পালিয়ে গেলেও তারেককে ধরে বেধড়ক পেটাতে থাকে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তারেকের মৃতু্য হয়।' কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বলেন, কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।