রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

শিবচরে উচ্চ দ্রব্য মূল্যের বাজারে নাকাল ক্রেতারা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  ২৫ জুলাই ২০২৪, ০০:০০
শিবচরে উচ্চ দ্রব্য মূল্যের বাজারে নাকাল ক্রেতারা

দেশে চলমান অস্বাভাবিক পরিস্থিতির কারণে মাদারীপুরের শিবচর উপজেলার বাজারগুলোতে পণ্য প্রবেশ করতে পারছে না। চাহিদার তুলনায় অভ্যন্তরীণ সরবরাহ একেবারেই কম। এতে সব ক'টি বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে। তেল, লবণসহ প্রতিটি পণ্যের দাম কেজিতে ৩-৫ টাকা বেড়েছে। বিশেষ করে বাজারে কাঁচা তরিতরকারির মূল্য বেড়েছে। ফলে সাধারণ ভোক্তাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

বৃধবার সকালে পাঁচ্চর ও পৌর বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের কাঁচা পণ্যের দাম ১০ টাকা পর্যন্ত বেড়েছে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ আগে কাঁচা মরিচ দুইশ' টাকা কেজিতে বিক্রি হয়েছে সেখানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। করলা ৮০ থেকে এখন ৯০, পটোল ৩৫ থেকে এখন ৪৫ টাকা, কাঁকরোল ৫৫ থেকে এখন ৬০ টাকা। চিচিঙ্গা ৪০ থেকে এখন ৫০ টাকা, শসা ৪০ টাকা, আলু ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যান্য প্রতিটি কাঁচা তরিতরকারিতেও ১০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে। এতে ভোক্তা সাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পাঁচ্চর বাজারে জুয়েল মিয়া নামে এক ক্রেতা বলেন, 'একদিকে দেশে অস্থিতিশীল অন্যদিকে পণ্য মূল্যের ঊর্ধ্বগতি। কোনোভাবেই স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না। সরবরাহ ঘাটতির অজুহাতে প্রতিটি কাঁচা শাকসবজির দাম বেড়ে গেছে।'

বিক্রেতারা জানান, কোটা আন্দোলন নিয়ে দেশে চলমান সংকটে সড়ক-মহাসড়ক বন্ধ থাকায় পণ্য সরবরাহ কমেছে। যার ফলে দাম বৃদ্ধি পেয়েছিল। তবে গত দুই দিনের তুলনায় আজ সবজির সরবরাহ বেড়েছে। এতে কিছুটা দাম কমেছে। আশাকরি সামনে দাম আরও কমবে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলস্নাহ আল মামুন জানান, চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে শিবচরে সবজি বাজারে সরবরাহ ঘাটতি নেই। তবে, কোথাও কোন অনিয়ম পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে