মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
হোমিওপ্যাথিতে নূ্যনতম বিএইচএমএস ডিগ্রি অর্জনকারী চিকিৎসকদের সমন্বয়ে কাউন্সিল গঠনের দাবি

সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে মানববন্ধন

  ১৭ জুলাই ২০২৪, ০০:০০
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে মানববন্ধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হোমিওপ্যাথি প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলে নূ্যনতম বিএইচএমএস ডিগ্রিধারীসহ, উচ্চশিক্ষিত স্বাধীনতার পক্ষের ও দুর্নীতিমুক্ত যোগ্য শিক্ষক ও চিকিৎসক সমন্বয়ে গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন করেছেন সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক চিকিৎসক ও শিক্ষার্থীরা। সোমবার কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেন তারা।

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা যেন ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমএস) শিক্ষক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত হয়- এটাই তাদের একমাত্র চাওয়া।

মানববন্ধনে সংশ্লিষ্টরা দাবি করেন, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের পথ চলা শুরু হয়। ২০২৩ সালে ১৩ নভেম্বর (গেজেট প্রকাশ) মহান জাতীয় সংসদে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩ পাসের মধ্য দিয়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের বিলুপ্তি হয়। এই আইন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠন প্রক্রিয়া চলমান। সুদীর্ঘ সময় অতিবাহিত হলেও মানসম্মত উলেস্নখযোগ্য কোনো উন্নয়ন ঘটেনি, তাই আন্দোলনকারীদের দাবি যেহেতু কাউন্সিল গঠন হতে চলেছে, এখানে বিএইচএমএস চিকিৎসকদের নিয়োগ বা মনোনয়ন দিতে হবে। তবেই এই আইনের বাস্তবায়ন এবং লক্ষ্য ও উদ্দেশ্য সফল হওয়া সম্ভব।

একই দাবিতে শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা গত ৪ জুলাই মহাখালীর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রধান ফটকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

উক্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন- ডা. মো. ইমরুল কায়েস সাবেক ভিপি ও বর্তমানে প্রভাষক অত্র কলেজ, ডা. মোঃ আক্তার- উজ-জাহান (পুলক), প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ অত্র কলেজ শাখা ও বর্তমানে সহকারী অধ্যাপক অত্র কলেজ, ডা. বিপস্নব বিজয়ী হালদার, রেজিস্টার অত্র মেডিকেল কলেজ হসপিটাল, ডা. রুহুল কুদ্দুস খান, সাবেক ভিপি ও বর্তমানে প্রভাষক অত্র কলেজ, ডা. আনোয়ার এইচ বিশ্বাস সভাপতি স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ অত্র কলেজ শাখা ও প্রভাষক অত্র কলেজ, ডা. শাহী এমরান হোসেন, সাধারণ সম্পাদক স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদ অত্র কলেজ শাখা ও প্রভাষক অত্র কলেজ, সাবেক ভিপি ডা. জাহাঙ্গীর আলম, ডা. নূরে আলম রাসেল, প্রভাষক অত্র কলেজ, ডা. মো. রাশেদুল আরেফিন, প্রভাষক অত্র কলেজ, ডা. মো. আব্দুল মতিন, সরকারি অধ্যাপক অত্র কলেজ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে