সভা অনুষ্ঠিত
ম রাজশাহী অফিস
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ভিক্টোরিয়া কনভেনশন সেন্টার অ্যান্ড রেস্টুরেন্টে ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী। সভায় বক্তব্য রাখেন- রাজশাহী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব, পবা উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, জোটের সহ-সভাপতি আকবারুল হাসান মিলস্নাত, ফয়েজুলস্নাহ চৌধুরী, নওগাঁ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান পারভীন ও জোটের সাধারণ সম্পাদক বিমল রাজওয়ার।
মতবিনিময় সভা
ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সর্বজনীন পেনশন স্কিম-বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে অতিথির বক্তব্য রাখেন- গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মির পরিচালনায় আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারমম্যান জুয়েনা আহমেদ ও পৌর মেয়র এসএম রবীন হোসেন।
পুরস্কার বিতরণ
ম বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত পুষ্টি-বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. এম. নাহিদ আল রাকিবের নির্দেশনায় পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে, এম, মাহমুদ রহমান, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. কৃষ্ণ কুমার বিশ্বাস, চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দাস প্রমুখ।
টিসিবির পণ্য বিক্রি
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করেছে মন্ডল মেসার্স ট্রেডার্স। ইউনিয়নে মোট ১২৭০ জন উপকারভোগীদের মধ্যে সুশৃঙ্খলভাবে এই পণ্য বিক্রি করা হয়। মঙ্গলবার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা উপ-সহকারী শিক্ষা প্রকৌশলী ও ট্যাগ অফিসার মো. সুজাউদ্দীন, ইউপি সচিব মো. ওয়াহিদুল ইসলাম, ইউপি সদস্য মো. বুলবুল আহম্মেদ, আশরাফুল ইসলাম, আ. খালেক ও রফিকুল ইসলাম।
কমিটির নির্বাচন
ম শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরা শালিখার নাঘোসা নবম পলস্নী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল। বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ছাত্রলীগের সাবেক নেতা ও এসএমসির বর্তমান সভাপতি জাকারিয়া মাসুদ সমর্থিত পূর্ণ প্যানেলের আ. ন. ম. জহির উদ্দিন, মো. আলী আহম্মদ, মো. আলী আকবর, মাফিজুর রহমান ও রাজিয়া খাতুন নির্বাচিত হন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন- উপজেলা সমাজসেবা অফিসার মোছা. নাছিমা খাতুন।
মিলন মেলা অনুষ্ঠিত
ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
কচুয়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে মেনকেয়ার বিষয়ক বুট ক্যাম্প ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কচুয়া উপজেলা শেখ তন্ময় মিলনায়তনে কচুয়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে কচুয়া এপি ম্যানেজার এলিচ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.স.ম মাহবুবুল আলম। এ সময় ছিলেন কচুয়া এপি প্রোগ্রাম ম্যানেজার ও কচুয়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
খাদ্যসামগ্রী বিতরণ
ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন ও বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। সোমবার বকশীগঞ্জ ইউএনওর কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, বকশীগঞ্জ পৌরসভার কার্যক্রম, বকশীগঞ্জ থানার কার্যক্রম, বগারচর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এছাড়াও বগারচর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। পরিদর্শনকালে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সংলাপ অনুষ্ঠিত
ম স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে নাগরিক সমাজ সংগঠনের সিএসও'র সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের একটি কমিউনিটি সেন্টারে এই সংলাপ অনুষ্ঠিত হয়। মানব কল্যাণ পরিষদ যুক্ত প্রকল্পের আয়োজনে সংলাপে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহ- পরিচালক মো. শামসুল আলম। গৌরব কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকল্পের এলাকা সমন্বয়কারী ইয়াসিন আলী, জেলা সিএসও সভাপতি শেখ মশিউর রহমান, প্রভাষক ফেরদৌস পারভীন।
মাসিক সভা
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. এবাদুর রহমান এবাদের সভাপতিত্বে মাসিক সভায় ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. ফেরদৌসী ইয়াসমীন চৌধুরী, ওসি মো. জহুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ, প্রকৌশলী মো. ইমরান হোসেন, পলস্নী উন্নয়ন অফিসার মো. তোফাজ্জল হোসেন মীর।
গাছের চারা রোপণ
ম মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় আঙ্গিনায় বিভিন্ন ফলদ জাতীয় ফলের গাছের চারা রোপণ করা হয়েছে। সোমবার ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের নিজস্ব চত্বরের অব্যবহৃত জায়গায় বিভিন্ন ফলদ জাতীয় গাছের চারা রোপণ করা হয়েছে। এ সময় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. আসাদুর রহমান ফুয়াদ, আ. হাকিম শেখ, উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমান, অলোক কাপালী, ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমান জুয়েলসহ প্রমুখ।
শ্রেষ্ঠ ওসি
ম শার্শা (যশোর) প্রতিনিধি
যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত। এই থানায় যোগদান করার পর থেকেই পেশাদারিত্বের সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেন তিনি। যশোর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মাসুদ আলম শ্রেষ্ঠ ওসি সুমন ভক্ত'র হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পুলিশ সূত্র জানিয়েছে, মামলা তদন্ত, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ পুলিশের যাবতীয় কাজে চৌকস দক্ষতার জন্য শ্রেষ্ঠ ওসি হিসেবে সুমন ভক্তকে নির্বাচিত করা হয়েছে।
চেক বিতরণ
ম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পলস্নী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির ৮০জন নারী কর্মীর ৪ বছরের সঞ্চয়কৃত প্রায় ৯৫ লাখ ৬৫ হাজার ৬শ' টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়েছে। রোববার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তারের সভাপতিত্বে নারী কর্মীদের চেক ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপস্নব, জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা।
অবহিতকরণ সভা
ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
কচুয়ায় উপকূলীয় এলাকায় মহিলা গ্রম্নপ নেতৃত্বধীন কৃষি প্রোগ্রাম ওরিয়েন্টেশন মিটিং কর্মসূচি-বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কচুয়া উপজেলা শেখ তন্ময় মিলনায়তনে কচুয়া উপজেলা বাদাবন সংঘের আয়োজন কচুয়া উপজেলা প্রোগ্রাম ম্যানেজার লায়লা খাতুনের সঞ্চালনায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ সাজ্জাদুল ইসলাম সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হনুফা খাতুন, কচুয়া থানা (তদন্ত অফিসার) দেবাশীষ কুমার, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান হাদিজ, মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. রায়হান হোসেন ও যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান।
খাদ্যসামগ্রী বিতরণ
ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
শায়েস্তাগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। উপজেলা পরিষদ সভাকক্ষে আরও ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মমতাজ বেগম ডলি, থানার ওসি মোবারক হোসেন ভূইয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বুলবুল খান।
বৃক্ষমেলা
ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে মঙ্গলবার 'বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ' প্রতিপাদ্যকে লালন করে বৃক্ষরোপণ অভিযান ও জেলা শহরের পুরাতন কালেক্ট্ররেট প্রাঙ্গণে বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে এ উপলক্ষে বর্ণাঢ্যর্ যালি উদ্ধোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।র্ যালিতে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মামুন খন্দকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন।
ই-প্রশিক্ষণ
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ড বিআরডিবি আত্রাই অফিসের আয়োজনে স্থানীয় সরকার পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগ বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ড সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায় সিভিডিপি সমিতিভুক্ত সমবায়ীদের এক দিনের মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে নওগাঁ জেলা বিআরডিবি'র উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এর সভপতিত্বে উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার মো. তোফাজ্জল হোসেন মীর এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিপির সভাপতি স্বপন দত্ত, সন্ন্যাসবাড়ী সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির ম্যানেজার মোছা. মিতু মনি।
বিতর্ক প্রতিযোগিতা
ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
"প্রচলিত শিক্ষাব্যবস্থার চেয়ে প্রযুক্তিভিত্তিক কারিগরি শিক্ষা ব্যবস্থাই উত্তম" এ প্রতিপাদ্য বিষয়ের উপর গাজীপুরের কালিয়াকৈরের ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানে আন্তঃউপজেলা বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২৩-২৪ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস উপজেলার গোয়ালবাথান এলাকায় বাংলাদেশ অ্যাডভান্টেজ স্কুল এন্ড কলেজের ইয়ং জু-হান অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহমেদের সভাপতিত্বে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন।
সার্ভার স্টেশনে আগুন
ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে প্রধান গ্রম্নপের মূল কার্যালয়ের সার্ভার স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ দল উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা ঘণ্টা দুয়েক অবস্থান করে সার্ভার রুমটি পরিদর্শন শেষে নিরাপদ ঘোষণা করলেও আগুনের সূত্রপাতের কারণ বলতে পারেনি। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত প্রধান গ্রম্নপের সহযোগী প্রতিষ্ঠান নেহান গ্রম্নপের নিজস্ব ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনায় সার্ভার স্টেশনটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে যায়।
সংবর্ধনা প্রদান
ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর প্রেস ক্লাবের উদ্যোগে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রায়হান কবির, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমিন আরা খাতুন, নওগাঁ জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম বুলু এবং নিয়ামতপুর থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোহাম্মদ আল মাহমুদকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। মঙ্গলবার প্রেস ক্লাব ভবনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান সাজু।
ম্যানেজিং কমিটি
ম শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরা শালিখার নাঘোসা নবম পলস্নী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। উপজেলা সমাজ সেবা অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মোছা. নাছিমা খাতুন। সভায় অভিভাবক সদস্য আ.ন.ম. জহির উদ্দিন, সভাপতি হিসাবে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া মাসুদ এর নাম প্রস্তাব করেন, আরেক অভিভাবক সদস্য মো. আলী আকবর প্রস্তাবটি সমর্থন করেন। সভায় আর কোন প্রস্তাব না থাকায় সর্বসম্মতিক্রমে জাকারিয়া মাসুদ কে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
চেক বিতরণ
ম গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে উপজেলার ৭৪ জন দুস্থ অসহায় ব্যক্তিদের হাতে তিন লাখ ৭০ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি। এ সময় উপজেলা পরিষদ মিলনায়তনে আরও উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম, এসি ল্যান্ড মো. আসাদুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন।প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া-টেকনাফে জেন্ডার ও বিরোধ সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। জার্মানভিত্তিক সংস্থা জিআইজেড-এর সোশিও-ইকোনিক সাপোর্ট টু হোস্ট অ্যান্ড ডিসপেস্নসড কমিউনিটিস ইন কক্সবাজার ডিস্ট্রিক (শেড) কর্মসূচির সহযোগিতায় শনিবার টেকনাফের একটি রিসোর্স সেন্টারে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুমিতা তানযীলা। এ সময় ছিলেন জিআইজেড শেড প্রজেক্টে'র ক্রাইসিস অ্যান্ড কনফ্লিক্ট অ্যাডভাইজার মোহাম্মদ জাহিদ হাসান, শেড প্রজেক্টে'র 'ল স্পেশালিস্ট মোবাশ্বেরুল ইসলাম, সমষ্টির নির্বাহী পরিচালক ও চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান, সমষ্টির গবেষণা ও যোগাযোগ পরিচালক রেজাউল হক।
হুইল চেয়ার বিতরণ
ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট ব্যবসায়ী উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার সমবায় চত্বরে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগী সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মৃনাল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা সমবায় অফিসার মো. আতিকুর রহমান, উপজেলা সমবায় অফিসার মো. শাহ্ আলম। সমিতি ও প্রেস ক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলুর সভাপতিত্বে আরও ছিলেন রংপুর বিভাগী সমবায় কার্যালয়ের প্রধান সহকারী গোপাল চন্দ্র দাস।
কর্মশালা অনুষ্ঠিত
ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সর্প দংশন ও সর্প দংশনের চিকিৎসা সংক্রান্ত সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সম্মেলন কক্ষে, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার আব্দুলস্নাহেল মারুফ ফারুকী সর্প দংশন ও সর্প দংশনের চিকিৎসা সংক্রান্ত সচেতনতামূলক বিভিন্ন চিত্র ও তথ্য প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত উপস্থাপন করেন। কর্মশালায় ছিলেন স্বাস্থ্য কমপেস্নক্সের আর এম ও ডাক্তার সুমন চন্দ্র বর্মন, মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুল ইসলাম, প্রেস ক্লাব সম্পাদক সালেহ আহমদ, ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি মাওলানা ফজলুল হক।
সমাবেশ অনুষ্ঠিত
ম শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
'শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ' এ স্স্নোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে মাটিফাটা গণি মাহমুদ (জিএম) উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাটিফাটা জিএম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। নতুন কারিকুলামের মাস্টার ট্রেইনার নুর আলম সিদ্দিক ও সহকারী শিক্ষক ইসমাইল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার।
গণসংবর্ধনা
ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটিতে গাছা থানা থেকে নির্বাচিত সব সদস্যকে পলাসোনা গ্রামবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার পলাসোনা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে গাজীপুর সিটি করপোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইকবাল হোসেন মোলস্নার সভাপতিত্বে এবং পলাসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু বকর সিদ্দিক মাস্টারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুলস্নাহ আল মামুন মন্ডল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শহিদুলস্নাহ।
সমন্বয় সভা
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা শিক্ষা অধিদপ্তরের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা হল মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে প্রধান অতিথি নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল হক কাজলকে উপজেলার ১২০টি প্রাথমিক প্রধান শিক্ষকরা ফুল দিয়ে বরণ করেন। এ সময় আরও ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।
বিক্ষোভ সমাবেশ
ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে 'তুমি কে, আমি কে, বাঙালি, বাঙালি 'মুক্তিযুদ্ধের এই সেস্নাগানকে বিকৃত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি প্রতিবাদলিপি প্রদান করা হয়। এ সময় ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. বজলুর রহমান, সাবেক কমান্ডার মো. গোলাম জিলানী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক জুনায়েদ আহমেদ ও অন্যান্য মুক্তিযোদ্ধারা।