মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

আখাউড়ায় ২০ দিনব্যাপী শিল্প ও পণ্যমেলা উদ্বোধন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ১৭ জুলাই ২০২৪, ০০:০০
আখাউড়ায় ২০ দিনব্যাপী শিল্প ও পণ্যমেলা উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ২০ দিনব্যাপী শিল্প ও পণ্যমেলা শুরু হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার ও সংগঠনের সভানেত্রী রাখি মনিসিনহা মেলার উদ্বোধন করেন। মেলায় প্রায় ৪০টি স্টল রয়েছে। এসব স্টলে তৈরি পোষাক, প্রশাধনী, ক্ষুদ্র ও কুটিরশিল্প, পস্নাস্টিক পণ্য, খেলনা, আচার ইত্যাদি রয়েছে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড রয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মেলা মেলা চলবে।

আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী রাখি মনিসিনহা বলেন, মেলায় নারী উদ্যোক্তারা বিভিন্ন পণ্য নিয়ে এসেছে। এতে নারী উদ্যোক্তরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহী বলেন, উপজেলা পর্যায়ে জনসাধারণ মেলায় দেখা এবং মেলা উপভোগ করার সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে