মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

রংপুর প্রতিনিধি
  ১৭ জুলাই ২০২৪, ০০:০০
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

তিস্তা কর্তৃপক্ষ গঠন করে মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে মঙ্গলবার দুপুরে নগরভবন মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। সংবাদ সম্মেলনে চলতি জুলাই মাসজুড়ে রংপুর অঞ্চলের ৫ জেলার তিস্তা পাড়ের মানুষের সঙ্গে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী বলেন, চীন সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ভারত করার কথা জানিয়েছেন। এটি হলে তিস্তা চুক্তির মতো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নও ঝুলে যাবে বলেও সংশয় প্রকাশ করেন। তিনি তিস্তা কর্তৃপক্ষ গঠন করে পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। তিনি সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি ঘোষণার কথাও বলেন। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান ও বখিতিয়ার হোসেন শিশির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে