মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

গাবতলীতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
  ১৭ জুলাই ২০২৪, ০০:০০
গাবতলীতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা

বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্‌নু। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মঙ্গলবার তিনি সশরীরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই আর্থিক সহায়তা দেন এবং সরকারিভাবে সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভার.) আব্দুস সালাম ভূলন, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল, পৌর কাউন্সিলর ও উপজেলা কৃষক লীগের সভাপতি হযরত আলী হিরণ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, ইউপি সদস্য আব্দুল লতিফ লাটিম, মানিক মিয়াসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

উলেস্নখ্য, গত ৯ জুলাই রাতে রামেশ্বরপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামের অছিম সাকিদারের ছেলে কৃষক আনিছার সাকিদারের গোয়াল ঘরে বিদু্যতের সর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে গোয়ালঘরসহ ১টি বিদেশি গাভী পুড়ে মারা যায় এবং আরও ১টি গাভীর অর্ধেকের বেশি পুড়ে মারাত্মক আহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে