বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বারুইখালী উত্তর সূতালড়ি গ্রামের স্বপ্ন-সারথি দলের কিশোরীদের সঙ্গে জীবন দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে অনুষ্ঠিত এ সেশনে বয়ঃসন্ধিকালে কিশোরীদের শারীরিক, মানসিক ও আচরণগত পরিবর্তন এবং করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। এর আগে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে কর্মসূচির আয়োজনে মোড়েলগঞ্জ পৌরসভার সভা কক্ষে বাল্যবিয়ে নিরোধ কমিটির সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোড়েলগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. আজিজুর রহমান মিলন। সভাটি পরিচালনা করেন কর্মসূচি অফিসার মাফুজা খাতুন। সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, শিক্ষক, নিকাহ রেজিস্টার ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক পলাশ হালদার।