বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধাবাগ এলাকায় এক রাতে ৬টি গলদা চিংড়ি ঘেরে বিষ দিয়ে মাছ চুরির ঘটনা ঘটেছে। এই বিষাক্ত দ্রব্যের প্রভাবে ঘেরে অনেক মাছ মরে নষ্ট হয়ে গেছে। এতে মৎস্যচাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিরা জানান, সোমবার রাতের কোনো একসময় কে বা কারা নলধাবাগ বিল এলাকায় ৬টি গলদা চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি করে নিয়ে গেছে। এছাড়া ঘেরে বাকি যে মাছ ছিল সব মরে গেছে।
এতে ইউসুব মোড়লের দেড় লক্ষাধিক টাকা, সুজিৎ খাঁ'র এক লক্ষাধিক টাকা, রিপন ফকিরের দুই লক্ষাধিক টাকা, কামরুল হাওলাদারের দেড় লক্ষাধিক টাকা, ছোক শেখের দেড় লক্ষাধিক টাকা এবং রফিক শেখের এক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় এসব চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মৎস্য ঘের থেকে মাছ চুরির ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।