মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
মধ্যনগরে ৪ লাখ টাকার জাল জব্দ শ্রীনগরে দুই লাখ টাকা জরিমানা

জাফলংয়ে বাসস্ট্যান্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্বদেশ ডেস্ক
  ১৭ জুলাই ২০২৪, ০০:০০
জাফলংয়ে বাসস্ট্যান্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেটর গোয়াইনঘাটে দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। অপরদিকে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওড়ে মোবাইল কোর্ট অভিযান করে ৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়াও মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে দুটি ড্রেজার উচ্ছেদসহ দুই লাখ টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি জানান, সিলেটর গোয়াইনঘাট উপজেলার জাফলং বাজারে বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি দখল করে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে যাত্রী ছাউনি দখলমুক্ত করে জনস্বার্থে যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম। উচ্ছেদ অভিযানে ছিলেন গোয়াইনঘাট থানার এএসআই সাদ্দাম হোসেন ও স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলাম।

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওড়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা। সোমবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও কোনা জাল জব্দ করা হয়েছে।

এ সময় নিষিদ্ধ জাল ব্যবহারে উপজেলার রামপুর গ্রামের নুরুল ইসলামকে (৪২) ৩ হাজার টাকা ও নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল কাহারকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশগ্রহণ করেন সিনিয়র মৎস্য অফিসার মাহমুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মধ্যনগর থানার এসআই তপন দাসসহ পুলিশ সদস্যরা।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে গত ১০ জুলাই বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে 'ড্রেজার দিয়ে কৃষি জমি ভরাটের মহোৎসব' শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ড্রেজার উচ্ছেদসহ দুই লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। রোববার বিকালে উপজেলার শ্রীনগর সদর ও ষোলঘর ইউনিয়নের শ্রীনগর-আলমপুর সরকারি খালে স্থাপন করা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন শ্রীনগরের সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ। এ সময় ছিলেন ভূমি অফিসের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে