বগুড়া সারিয়াকান্দি উপজেলায় কুকুরের কামড়ে ২৫ জন আহত হয়েছেন।
রোববার ও সোমবার উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসা হলে চিকিৎসা দিয়ে ভ্যাকসিন না থাকায় তাঁদের বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানো হয়। আর যারা ভ্যাকসিন কিনে নিয়ে আসে তাদেরকে এখানে ভ্যাকসিন দেওয়া হয়।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার, সদর ইউনিয়নের দেলুয়াবাড়ী এলাকার ইনছান আলীর ছেলে তারাজুল ইসলাম (৬০), কুঠিবাড়ী এলাকার আবুল হোসেনের স্ত্রী জয়নব বেগম (৪০), পাকুলস্না এলাকার দাররাজ আকন্দের ছেলে সায়েদজ্জামান (৫৫), কুপতলা এলাকার খালেক প্রমানিকের ছেলে আসাদ (৪০), ধলিরকান্দি এলাকার নাজির হোসেন আকন্দের ছেলে নূর আলম (৫২), নিজ বাটিয়া এলাকার ঈশ্বর চন্দ্র (৫০), ধাপ এলাকার নিরঞ্জনের ছেলে বন্ধন (৬), তাহেরুলের ছেলে আবু সাঈদ (৩), হাফিজারের স্ত্রী কমেলা (৫০), মৃত ফুলুর ছেলে কিয়াম উদ্দিন (৬০), কৈয়রপাড়া এলাকার মৃত বাবু প্রমাণিকের ছেলে মহিদুল (৫০), কুড়িপাড়ার আবুল হোসেনের স্ত্রী জয়নব (৪০), বাগবেড় এলাকার মোতালেবের ছেলে সাদেকুল (১৫), বাড়ইপাড়া এলাকার হাবিলের স্ত্রী মনোয়ারা (৩০),এছাড়া আর প্রায় ১২ জন আহত হয় এদের নাম জানা যায়নি।