মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

মোহনগঞ্জে ভাষা সৈনিক আবদুল মমিনের মৃতু্য বার্ষিকী পালন

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৭ জুলাই ২০২৪, ০০:০০
মোহনগঞ্জে ভাষা সৈনিক আবদুল মমিনের মৃতু্য বার্ষিকী পালন

নেত্রকোনার মোহনগঞ্জে ভাষা সৈনিক ও সাবেক খাদ্য ত্রাণ ও পূর্ণবাসনমন্ত্রী আবদুল মমিনের ২০তম মৃতু্য বার্ষিকী পালিত হয়েছে। রোববার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।

দিনের শুরুতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রথমে কালো ব্যজ ধারণ, পরে আবদুল মমিনের স্মৃতির উপর আলোচনা, জাতীয় ও কালো পতাকা উত্তোলন, মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মরহুমের কবর জিয়ারত, দোয়া অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় মরহুমের বাড়িতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, জেলা আওয়ামী লীগের সদস্য তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান, আবদুল হান্নান রতন, নূরুল আমিন, আওয়ামী নেতা মোতাহার হোসেন চৌধুরী, মোনায়েম হোসেন ঠাকুর, এস এম ফেরদৌস কামরুল হাসান ইমতিয়াজ, আমিনূল ইসলাম সোহেল, কাজল, যুবলীগের আহবায়ক শফিকুল ইসলাম মামুন, সেচ্ছাসেবক লীগের সভাপতি আমিরুজ্জামান সেলিম, সহ সভাপতি মাহবুব আলম সেলিম, লুৎফর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে