কোটাবিরোধী আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা-কটূক্তির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধায় জেলা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিট কমান্ড এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে জেলার সাত উপজেলার মুক্তিযোদ্ধারা অংশ নেয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- বাংলাদেশ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিঞা, বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, আজমল হোসেন সরকার, খন্দকার আবদুল কাদের, আজাহার আলী, মইনুল ইসলাম রাজা, মোহাম্মদ আলী, এনামুল ইসলাম ছকু, খয়বর হোসেন মন্ডল প্রমুখ।
নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্স্নোগানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপেস্নক্স ভবনের সামনে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল মুনসুর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগ, সহযোগী অঙ্গসংগঠনের নেতা, মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে প্রেস ক্লাব মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মাল বলেন, 'আমরা বঙ্গবন্ধুর ডাকে নিজের জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধ করেই আপনাদের এই বাক্ স্বাধীনতা এনে দিয়েছি। আর সেই বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হচ্ছে, কটূক্তি করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ আলী, সিরাজুল ইসলাম, আবুল কালাম, চিত্তরঞ্জন পন্ডিত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আনিসুল হক সুমন, সাদারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় কোটাবিরোধীদের স্স্নোগান 'আমি কে, তুমি কে রাজাকার, রাজাকার'-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযোদ্ধার সন্তানরা।
এতে বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সলিমুলস্নাহ মোস্তফা, মো. শহিদুলস্নাহ, নিজাম উদ্দিন, 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' উপজেলা শাখার সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম প্রমুখ।
বক্তারা বলেন, 'তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি'- মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণাদায়ী এই স্স্নোগানকে ব্যঙ্গ করে স্বাধীনতাবিরোধী নব্য রাজাকার আত্মপরিচয়ধারীরা কোটা সংস্কারের নামে স্স্নোগান দিচ্ছে। তারা আরও বলেন, 'মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে যে পতাকা ছিনিয়ে এনেছেনে, সেই পতাকা মাথায় বেঁধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ নষ্টের পাঁয়তার করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।'