মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
কটিয়াদীতে পুকুর থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

তিন জেলায় শিক্ষার্থীসহ ৩ খুন

স্বদেশ ডেস্ক
  ১৭ জুলাই ২০২৪, ০০:০০
তিন জেলায় শিক্ষার্থীসহ ৩ খুন

চট্টগ্রামের সাতকানিয়া, রাজশাহীর পুঠিয়া ও কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীসহ তিনজনকে হত্যার ঘটনা ঘটেছে। এ ছাড়া কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুর থেকে স্কুলছাত্রের  লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার উপজেলার পুরানগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জান আলী সিকদার বাড়ি এলাকায় হামলার ঘটনাটি ঘটে। পরে মঙ্গলবার রাত আনুমানিক ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়।

নিহত বৃদ্ধ মোক্তার হোসেন (৬০) ওই এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে।

নিহত মো. মোক্তার হোসেনের ভাতিজা রাকিব জানান, 'আমি এবং আমার ছোট ভাই মিলে আমাদের দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি পরিষ্কার করছিলাম। ঠিক তখনই আমাদের পার্শ্ববর্তী মোরশেদুল আলম, তৌহিদুল ইসলাম ও সিরাজুল ইসলামসহ তাদের পরিবারের মহিলা সদস্যরা মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় আমার চাচা মো. মোক্তার হোসেন আমাদের রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীতে তাকে কুপিয়ে জখম করে। একপর্যায়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা মিলে তাকে উদ্ধার করে দ্রম্নত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়।'

সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, 'চলাচলের রাস্তাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর পুঠিয়ার বেলপুকুরে হাসুয়ার আঘাতে মাহাফুজুর রহমান রতন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।

নিহত কলেজছাত্র রতন উপজেলার বেলপুকুর ইউনিয়নের জোতভাগিরতপুর গ্রামের মাসেম আলীর ছেলে ও বেলপুকুর আইডিয়ার ডিগ্রি কলেজের ছাত্র।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টায় রতন গরুর ঘাস কাটার জন্য জোতবাগিরতপুর বিলে যায়। এ সময় রতন পার্শ্ববর্তী আগলা উত্তরপাড়া গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে তারিকুলকে ফোন দেয়। ফোন পেয়ে তারিকুল উক্ত বিলে গিয়ে রতনের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। তাদের বাকবিতন্ডার এক পর্যায়ে তারিকুল হাসুয়া দিয়ে রতনের ডান পায়ে উরুতে আঘাত করে। হাসুয়ার আঘাতে রতনের ডান পায়ের উরুর রগ কেটে রক্ত বের হতে শুরু করে। এ সময় এলাকাবাসী ও রতনের আত্মীয়-স্বজনরা তাকে গুরুতর জখম অবস্থায় রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বেলপুকুর আরএমপি থানা পুলিশ রাজশাহী মহানগরের লক্ষ্ণীপুর রামেক হাসপাতালের সামনে থেকে তারিকুলকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে বেলপুকুর আরএমপি থানার এসআই আক্তার বলেন, 'মৃতের বাবা মাসেম আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। সেই মামলায় তারিকুলকে আটক করা হয়েছে। নিহত রতনের ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।'

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুরে অটোচালক ইসহাক মিয়াকে (৬৭) কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সরিষাপুর নামক স্থানে বাজিতপুরে-হিলচিয়া সড়কে এ ঘটনা ঘটে। নিহত ইসহাক মিয়া উপজেলার তাতাল চর গ্রামের মৃত বলু মিয়ার ছেলে।

জানা গেছে, কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র দিয়ে অটোচালকের মাথায়, বাম হাত ও ডান হাতে আঘাত করে। গুরুতর আহত হয়। পরে তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃতু্যবরণ করেন।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির অটোবাইকটি দিলালপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকা হতে উদ্ধার করা হয়েছে।

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের ২৪ ঘণ্টার পর পুকুর থেকে মো. ইমন (১০) নামে এক স্কুলছাত্রের  লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে।

নিহত ইমন মিয়া জালালপুর ইউনিয়নের উত্তর চর-ঝাকালিয়া গ্রামের প্রবাসী নজরুল ইসলামের ছেলে।

জানা যায়,  সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার জন্য কটিয়াদী পশ্চিমপাড়ায় শিক্ষকের বাসায় রওনা হয়। নির্ধারিত সময় অতিবাহিত হবার পরেও বাড়িতে ফিরে না আসায় দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। এ বিষয়ে  কটিয়াদী মডেল থানায় অবহিত করে পরিবার। 

মঙ্গলবার সকালে কটিয়াদী উপজেলা পরিষদ  চত্বরের পুকুরে  স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করলে ইমনের স্বজনরা এসে দেখে লাশটি ইমনের বলে শনাক্ত করে। 

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে