মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
সাতকানিয়ার হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নয় জেলায় ছিনতাইচক্রের সদস্যসহ গ্রেপ্তার ২২

স্বদেশ ডেস্ক
  ১৭ জুলাই ২০২৪, ০০:০০
নয় জেলায় ছিনতাইচক্রের সদস্যসহ গ্রেপ্তার ২২

চট্টগ্রামের সাতকানিয়ার হত্যা মামলার আসামি গ্রেপ্তার করেছের্ যাব। এছাড়াও নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষণচেষ্টা মামলার আসামিসহ ৯ জন, মাদারীপুরে বিকাশের টাকাসহ ৩ ছিনতাইকারী, মেহেরপুরের গাংনী থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী, মাগুরার মহম্মদপুরে মাদকসহ তিন যুবক, নরসিংদীর বেলাবোতে মাদক মামলার আসামি, বরগুনার তালতলীতে চোলাই মদসহ ১ জন, ফরিদপুরের ভাঙ্গায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ও কুমিলস্নার চৌদ্দগ্রামে পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে মহসীন (৩২) নামে ধর্ষণ চেষ্টা মামলার এক আসামিসহ বিভিন্ন অপরাধে পৃথক অভিযানে ৯ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার রাতের বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণচেষ্টা মামলার অভিযোগে গ্রেপ্তার মহসীন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ভিটিকল্যান্দী এলাকার মৃত. আফাজউদ্দিনের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায় যে, অভিযুক্ত মোহসীন সোমবার ভোররাতে একই গ্রামের দুই সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রীকে (৪০) প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হওয়ার সময় তার ঘরে ঢুকে বলপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ওই গৃহবধূ থানায় মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করা হয়। অপর ৮ জন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউলস্নাহ জানান।

স্টাফ রিপোর্টার মাদারীপুর জানান, মাদারীপুরে বিকাশের ১৮ লাখ টাকা ছিনতাইকারীচক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পুলিশ ছিনতাইকৃত নগদ ১৪ লাখ ৫৭ হাজার পাঁচশত টাকা এবং ঘটনায় ব্যবহৃত দুটি মোটরসাইকেলসহ অন্যান্য আলামত জব্দ করেছে।

মঙ্গলবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার চর কুলপুদ্ধি এলাকার হয়রত আলী সরদারের ছেলে ভিকটিম আল আমিন সরদার (২৩), কালকিনি উপজেলার লক্ষ্ণীপুর দড়িচর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে নুরুল করিম (২৫) ও কালকিনির এনায়েত নগর এলাকার আলমাছ সরদারের ছেলে মো. সাইমুন সরদার (১৯)। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান আরও বলেন, গত ৭ জুলাই মাদারীপুর সদর মডেল উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিকাশ লিমিটেডের অথোরাইজ ডিস্ট্রিবিউটর প্রমি এন্টারপ্রাইজের কর্মচারী আল আমিন ও মেহেদী হাসান কালির বাজারে টাকা বিতরণে যাচ্ছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা ৪ জন বিকাশ কর্মী ভিকটিম আল আমিনের কাঁধের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নগদ ১৮ লাখ টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সদর মডেল থানায় ৮ জুলাই একটি মামলা করা হয়। পরে পুলিশ মামলার ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারী আল আমিন সরদারসহ ৩ জন আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

মেহেরপুর ও গাংনী প্রতিনিধি জানান, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ রবিউল ইসলাম এবং সজীব সরদার নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার জোরপুকুরিয়া ষোলটাকা সড়কে অভিযান চালিয়ে রবিউল ইসলাম এবং সজিব সরদারকে আটক করা হয়। আটক রবিউল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাঝি গ্রামের মান্নান সরদারের ছেলে এবং সজীব সরদার একই এলাকার আজিজুল সরদারের ছেলে।

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম জানান, গোপান সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে মাদককারবারিদের আটক করা হয়। এ সময় মোটরসাইকেলে রাখা একটি পস্নাস্টিকের বস্তার মধ্যে ৯ কেজি গাঁজা উদ্ধার ও তাদের বহন করা টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি জানান, মাগুরার মহম্মদপুর থানা পুলিশ সোমবার বিকালে পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ ও গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে। গোপস সংবাদের ভিত্তিতে থানার এসআই বশির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপেস্নক্সের সামনে থেকে এক বোতল বিদেশি মদসহ আওনাড়া গ্রামের ভোলানাথ মন্ডলের ছেলে সৌরভ মন্ডল (১৯) এবং বসুর ধুলজুড়ী গ্রামের শ্যামল বিশ্বাসের ছেলে অন্ত কুমার বিশ্বাসকে (১৯) গ্রেপ্তার করে। অপর অভিযানে উপজেলার বেজড়া দক্ষিণপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে জসিম উদ্দিনকে (৩০) ৫০ গ্রাম গাঁজাসহ নহাটা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাদের মাগুরা আদালতে প্রেরণ করেছে বলে মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম নিশ্চিত করেছেন।

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর বেলাবোতে অস্ত্র, ডাকাতিসহ ১৯ মামলার আসামি আ. মান্নানকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে বিন্নাবাইদ ইউনিয়নের মেরাতুলি কান্দা সুইচ গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মঙ্গলবার মাদক মামলা রুজু করে নরসিংদীর আদালতে পাঠানো হয়েছে। মান্নান বিন্নাবাইদ ইউনিয়নের চর বাঘবের ঝালকান্দা সর্দার বাড়ির মোক্তার মিয়ার ছেলে।

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়া চাঞ্চল্যকর নাসির উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মামুনকে গ্রেপ্তার করেছের্ যাব-৭ চট্টগ্রাম। সোমবার রাতে নগরীর চান্দগাঁও খাজা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন তিনি সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়া এলাকার মৃত ফরিদ আহাম্মদ মৌলভীর ছেলে।

র্

যাব জানায়, গোপন সূত্রে জানতে পারে যে, এ হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর পলাতক আসামি মো. মামুন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায়র্ যাব-৭ চট্টগ্রাম।

সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, আসামি মামুনকের্ যাব-৭ আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

তালতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার তালতলীতে ৩২ লিটার দেশীয় চোলাই মদসহ মো. জাহাঙ্গীর হাওলাদার (৪৮) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বটতলা মোড়ে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের বড়াইতলা এলাকার আরশেদ হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামিশেপাড়া এলাকা থেকে দেশীয় চোলাই মদ নিয়ে তালতলী পাড়ায় যাওয়ার সময় জাহাঙ্গীরকে আটক করা হয়। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় ১২০ বোতল ফেনসিডিলসহ লিমন শিকদার (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়। লিমন শিকদার ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের লুৎফর শিকদারের ছেলে।

ভাংগা থানার উপপরিদর্শক মো. গোলাম কিবরিয়া জানান, সোমবার রাতে গোপন অভিযান চালিয়ে ভাঙ্গা পৌর শহরের গোল চত্বর সংলগ্ন কৃষি মার্কেটের সামনে থেকে একটি ইজিবাইকে বহন করা ১২০ বোতল ফেনসিডিলসহ লিমন শিকদারকে গ্রেপ্তার করা হয়।

চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামের্ যাব ১১ অভিযান চালিয়ে একটি এলজিগানসহ শাকিল আহমেদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। শাকিল আহমেদ উপজেলার উজিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেনর্ যাব ১১ কুমিলস্নার অধিনায়ক মাহমুদুল হাসান।

র্

যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অস্ত্রসহ শাকিল আহমেদকে একই ইউনিয়নের শামুকসার গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।র্ যাব বাদী হয়ে তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে