সংলাপ অনুষ্ঠিত
ম পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চলমান কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমে নেটজ বাংলাদেশ এবং বিএমজেড'র নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ-যুক্ত প্রকল্পের আওতায় ওই সংলাপের আয়োজন করে মানব কল্যাণ পরিষদ- এমকেপি। সংলাপে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের উপপরিচালক মো. আব্দুল মতিন। নাগরিক সমাজ সংগঠনের জেলা কমিটির সিএসও সদস্য মো. আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন এমকেপি'র যুক্ত প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সাজ্জাদ হোসেন খান, সিএসও সদস্য ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম।
কর্মী সভা
ম লক্ষ্ণীপুর প্রতিনিধি
লক্ষ্ণীপুরে যুবলীগকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়ার উদ্যোগে এ কর্মী সভার আয়োজন করা হয়। ঢাকা-লক্ষ্ণীপুর সড়কের মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (পস্নাটিনাম জয়ন্তী) উপলক্ষে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আয়োজিত এ কর্মী সভায় উপজেলা, শহর ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন। সভাপতির বক্তব্যে বায়েজিদ ভূঁইয়া বলেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে মাদক-সন্ত্রাসমুক্ত সংগঠন গড়তে তৃণমূল থেকে পরিচ্ছন্ন যুবদের সংগঠনে আনা হচ্ছে।
সভা অনুষ্ঠিত
ম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান, গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
বাগান উদ্বোধন
ম উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
উজিরপুর উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে গাছের বাগান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউএনও। সোমবার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নে আগৈলঝাড়া সীমানা হতে বুদ্ধিরবাজার পর্যন্ত স্ট্রিপ বাগান সৃজন এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন। এ সময় ছিলেন উজিরপুর-গৌরনদী ও আগৈলঝাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. নুরুল ইসলাম বিশ্বাস, উজিরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা পারভীন, উজিরপুর উপজেলা বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
দোয়া মাহফিল
ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে রোববার উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট এইচএম এরশাদের ৫ম মৃতু্যবার্ষিকী উপলক্ষে শোকর্ যালি, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর। সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক কামরুল আহসান দিবাকর, উপজেলার রামগোপালপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সিধলা ইউনিয়নের সভাপতি ডা. আব্দুস সালাম।
নতুন কমিটি
ম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে প্রবাসী কল্যাণ সোসাইটি নামক সামাজিক সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ সোসাইটির আহ্বায়ক কমিটির সব সদস্যের উপস্থিতিতে মো. ছাব্বির রহমান তারার সভাপতিত্বে অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ে প্রবাসী কল্যাণ সোসাইটির সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে মিটিংয়ে অংশগ্রহণকারী সব সদস্যের মতামতের ভিত্তিতে মো. আবেদ হোসেনকে সভাপতি ও মো. সাইফুল ইসলাম স্বাধীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৩ সদস্যর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
মৃতু্যবার্ষিকী পালন
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পলস্নী বন্ধু হোসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃতু্যবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার মাধবদী থানা ও পৌরসভা জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও কাঙালিভোজের মাধ্যমে এ দিবসটি পালন করা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত মাসুম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নরসিংদী সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী থানা জাতীয় পার্টির সভাপতি মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধবদী পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মো. দেওয়ান আলী গাজী।
আলোচনা সভা
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান মো. রেজাউল হক কাজল সম্প্রতি হুমাইপুর ও মাইজচর ইউনিয়নে গেলে হাজারো জনতা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। গত শুক্রবার হুমাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ধনু মিয়া, বাজিতপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. কবির হোসেন, হুমাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাসেমসহ হাজারো জনতার সম্মিলনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফুটবল বিতরণ
ম হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া-মহলস্নার ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম টিপু মলিস্নক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন। এ সময় ছিলেন ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম ঈশা ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন খাতুন।
\হ
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে ফরিদপুরের সালথায় পাটচাষি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় উপজেলার ৮টি ইউনিয়নের ৭৫ জন পাটচাষি প্রশিক্ষণ অংশ নেন। এ সময় পাটচাষিদের প্রশিক্ষণ প্রদান করেন ফরিদপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো. লুৎফুল আমীন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার ও উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রায়হান ফেরদৌস। প্রশিক্ষণ প্রদান শেষে পাটচাষিদের মধ্যে পাটজাত ব্যাগ ও যাতায়াত খরচের জন্য অর্থ প্রদান করা হয়।
মেলা উদ্বোধন
ম ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা ভোলাহাট উপজেলা প্রাঙ্গণে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য মোসা. হোসনে আরা পাখি, সাবেক ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহজাদী বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহ।
ভিত্তি স্থাপন
ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাচিয়ালী গ্রামে আলহাজ শেখ গিয়াসউদ্দিন আহমেদ নূরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা শেখ বাড়িতে অবস্থিত। এক একর চলিস্নশ শতাংশ জমিতে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি। যদিও তিনতলাবিশিষ্ট ফাউন্ডেশনে ভবনের কার্যক্রম এখনো চলমান। মাদ্রাসাটির পেছনে বিভিন্ন গাছের বাগান, পুকুর ও সামনেও রয়েছে একটি ঘাট বাঁধা পুকুর। ১৯৯৬ সালে দ্বীনি মক্তব হিসেবে এর কার্যক্রম শুরু করেছিলেন প্রতিষ্ঠাতা আলহাজ শেখ গিয়াসউদ্দিন আহমেদ।
চারা রোপণ কর্মসূচি
ম দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বজ্রপাত প্রতিরোধক তালের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সরকারের পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ এমপি প্রধান অতিথি থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। রোববার সকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক শরিফুজ্জামান ও পৌরসভার মেয়র সাজেদুর রহমান মিঠু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ।
কমিটি গঠন
ম কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পলস্নী চিকিৎসক সমিতির সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। সম্মেলনে ২৩ সদস্যবিশিষ্ট সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। সর্ব সম্মতিক্রমে সভাপতি পদে শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে ইয়াদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। কোটচাঁদপুর বলুহর মৎস্য হ্যাচারি কমপেস্নক্সে সোমবার সমিতির কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সম্মেলন সভায় সভাপতিত্ব করেন শেখ নিজামউদ্দীন। এতে বক্তব্য রাখেন শীবপদ বিশ্বাস, রেজাউল ইসলাম, হরেন্দ্রনাথ বিশ্বাস, শওকত আলী, নিয়াজুল হক, আমির হোসেন প্রমুখ। সভাশেষে সর্ব সম্মতিক্রমে কোটচাঁদপুর উপজেলা পলস্নী চিকিৎসক সমিতির ২৩ সদস্যবিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
মতবিনিময় সভা
ম স্টাফ রিপোর্টার, নীলফামারী
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের আয়োজনে রোববার সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে মনিটর অ্যান্ড প্রোভাইউ ফলোআপ সাপোর্ট ইন দ্য প্রোগ্রেস অফ জয়েন্ট অ্যাকশন পস্নান'র ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান, সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন গ্রম্নপ (সিবিএ)-এর টিম লিডার রমজান আলী, ইউপি সদস্য মতিন্দ্র নাথ রায়, প্রোগ্রাম অফিসার মৈত্রী স্নাল প্রমুখ।
স্কলারশিপ অর্জন
ম ফরিদপুর প্রতিনিধি
সরকারি রাজেন্দ্র কলেজের একাদশ শ্রেণির মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করেছে শামসুদ্দিন মোলস্না ফাউন্ডেশন। এ বছর এই বৃত্তি পেয়েছেন- বিজ্ঞান বিভাগের সামিহা সায়রা সারিকা, বিজ্ঞান বিভাগের সিরাজুম মুনিরা, বিজ্ঞান বিভাগের মো. লাবিব মোলস্না, মানবিক বিভাগের সচিৎ শুভ্র বড়াই ও বাণিজ্য বিভাগের সোয়েদা দিলরুবা জেবা দোলা। তাদের ক্রেস্টসহ নগদ ১০ হাজার করে টাকা ও সনদপত্র দেওয়া হয়। রোববার অনুষ্ঠানে কলেজের অধ্যাপক চন্দ্র মহন হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর রমা সাহা, বিশেষ অতিথি ছিলেন শামসুদ্দিন মোলস্না ফাউন্ডেশনের প্রতিনিধি মিসেস শিরিন জাহান, যুবলীগের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান কাফি।
গাছের চারা বিতরণ
ম মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রতি বছরের মতো এবারও ময়মনসিংহের মুক্তাগাছায় ১০ লাখ ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সোমবার উপজেলার কুমারগাতা ইউনিয়নের রাজপুর কালীমন্দির কমিউনিটিতে জামালপুর এসিও সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন'র সভাপতিত্বে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান। অন্যান্যের মধ্যে ছিলেন কুমারগাতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামীম আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইলিয়াস হোসেন, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার কৃষিবিদ রাকিবুল ইসলাম প্রমুখ।
ঢেউটিন বিতরণ
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় সোমবার বিকালে উপজেলার পৈসাঁওতা গ্রামের মো. জায়েদ প্রামানিকের ছেলে মো. হাবিল প্রামানিককে গৃহ নির্মাণ মজুরি বাবদ ৬০০০ টাকা ও ২ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। ঢেউটিন বিতরণে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ, অফিস সহকারী মো. ইসমাইল হোসেন, উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার মো. তোফাজ্জল হোসেন মীর, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন।
আর্থিক সহায়তা
ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে ও কারিতাসের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি মানবিক সহায়তা প্রকল্পের আওতায় নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার বোয়ালখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি নরেন্দ্র লাল ত্রিপুরা, জাবারাং কল্যাণ সমিতির চেয়ারপার্সন এস অনন্ত বিকাশ ত্রিপুরা।
চেয়ারম্যানকে সংবর্ধনা
ম সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুর উপজেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবুকে সংবর্ধনা দিয়েছে নবনির্বাচিত উপজেলা পরিষদ। সোমবার উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ সাঈদ আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। অন্যান্যের মধ্যে ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, জেলা পরিষদ সদস্য আনোয়ার তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী সাদিক, মহিলা ভাইস চেয়ারম্যান আখি আতোয়ার, প্রেস ক্লাবের সভাপতি শাকিল আনোয়ার।
চারা বিতরণ
ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরকে সবুজায়নের লক্ষ্যে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের ২০১৪ সালের ব্যাচের এসএসসি শিক্ষার্থীদের আয়োজনে এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল। গাছের চারা বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকারম হোসেন রানা'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।