মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

সাতকানিয়ায় ইউপি সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৬ জুলাই ২০২৪, ০০:০০
সাতকানিয়ায় ইউপি সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি সদস্য কর্তৃক সালিশি বৈঠকে এক কৃষককে মারধরের অপমান সইতে না পেরে আত্মহত্যার অবিযোগে স্থানীয় ইউপি সদস্য ও নিহতের স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় আত্মহত্যা প্ররোচনায় একটি মামলা দায়ের হয়েছে।

রোববার নিহতের ছোটভাই মো. মহিউদ্দিন (২৬) বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি দায়ের করেন।

এ মামলার আসামিরা হলেন উপজেলার পুরানগড় ইউনিয়নের বৈতরণী ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুনুর রশিদ (৩৫), নিহত মো. কামাল উদ্দিনের স্ত্রী সেলিনা আকতার (৩০), একই এলাকার আহমদুর রহমানের ছেলে মহিউদ্দিন (২৫) ও স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ উদ্দিন।

মামলার বাদী মো. মহিউদ্দিন বলেন, 'আমার বড়ভাই মৃতু্যর আগে আমার ভাবীর সঙ্গে ইউপি সদস্য মামুনুর রাশিদের পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে জানান। তাই তিনি আমার ভাবীর পক্ষ নিয়ে আমার বড়ভাইকে সালিশি বৈঠকে মারধর করেছেন। এ অপমান সইতে না পেরে আমার বড়ভাই বিষ খেয়ে মৃতু্যবরণ করেছেন।'

সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে আত্মহত্যা প্ররোচনার দায়ে ৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এ মামলার ২ নম্বর আসামি নিহতের স্ত্রী সেলিনা আকতারকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে