কুয়াকাটায় সৈকত পরিচ্ছন্নতায় তৃতীয় লিঙ্গের মানুষ

প্রকাশ | ১৬ জুলাই ২০২৪, ০০:০০

কুয়াকাটা(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় পরিচ্ছন্ন কর্মসূচি চালিয়েছে তৃতীয় লিঙ্গের নাগরিকরা। সোমবার দুপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন বৃহন্নলা'র আয়োজনে এ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি চালানো হয়। \হএ সময় পর্যটকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সৈকতের জিরো পয়েন্টের ১ কিলোমিটার এলাকাজুড়ে পড়ে থাকা ময়লা-অবর্জনা পরিচ্ছন্ন করেন তারা। এ সময় ছিল কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা বয়েস ক্লাবের সাধারণ সম্পাদক আরেফিন হেলাল, কুয়াকাটা টু্যর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চুসহ আরও অনেকে। এর আগে রোববার বিকালে তৃতীয় লিঙ্গের এসব মানুষকে নিয়ে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। এ দৌড় প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গের ৯ জনসহ বৃহন্নলার'র ২৫ সদস্য অংশগ্রহণ করে। তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে শিশুকাল থেকেই যাতে আলাদা বৈষম্য তৈরি না হয় এজন্য তাদের এ আয়োজন বলে জানান আয়োজকরা।