সৈয়দপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ | ১৬ জুলাই ২০২৪, ০০:০০

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা. সামন্ত লাল সেন রোববার বিকালে সৈয়দপুর শহরের কুন্দল এলাকায় অবস্থিত সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান ও সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ হোসেন, আরএমও ডা. নাজমুল হুদা, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুর-ই-আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটির ব্যাপারে আমি সবকিছু অবগত রয়েছি। আর হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ ছাড়া হাসপাতালের লোকবল সংকট নিরসন, বিভিন্ন ইকুইপমেন্ট ও নতুন অ্যাম্বুলেন্সের যে সমস্যা তা' শীঘ্রই সমাধান করা হবে বলে জানান।