রাবি সফরে চীনের হোংহে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদল
প্রকাশ | ১৬ জুলাই ২০২৪, ০০:০০
রাজশাহী অফিস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে চীনের হোংহে বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধিদল রাবি সফর করছে। হোংহে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ইয়াংসেংচাও ৭ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সফরের প্রথম দিনে রোববার তারা রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীরের সাথে মতবিনিময়ে মিলিত হন।
এ সময় তারা রাবির সাথে বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, চারুকলাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সহযোগিতার কাঠামো (ফ্রেমওয়ার্ক) নির্ধারণ ও কনফু্যসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, অনুষদ অধিকর্তা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। পরে প্রতিনিধিদলটি ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, কৃষি এবং চারুকলা অনুষদ ও বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন। প্রতিনিধিদলটি রাবি শহীদ মিনার ও বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার চীনের সাথে রাবির শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতায় এই সফর এক গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।