মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

লোহাগড়ায় দু'পক্ষের সংঘর্ষে আহত ১২

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ১৬ জুলাই ২০২৪, ০০:০০
লোহাগড়ায় দু'পক্ষের সংঘর্ষে আহত ১২

নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন।

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া গ্রামে প্রায় ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের মধ্যে ১২ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজন নারী রয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নালিয়া গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি পক্ষ দ্বন্দ্ব-সঙ্ঘাতে জড়িত রয়েছে। একপক্ষের নেতৃত্ব দেন ওই গ্রামের শওকত খান এবং অন্য পক্ষের নেতৃত্বে আছেন রবি খান। সংঘর্ষে রবি খান পক্ষের আহত ব্যক্তিরা হলেন, জরিনা বেগম, সাবিনা বেগম, জামশেদ খান, আকাশ মলিস্নক, নান্নু মলিস্নক, ইকবাল খান, সোহাগ খান ও খয়বার। শওকত খান পক্ষের আহত হয়েছেন আসাদ খান, মুন্নাফ খান, ইন্দাদুল খান ও আজাদ মোলস্না। এই ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া অন্তত পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় যায়যায়দিনকে বলেন মূলত দুই পক্ষের অধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ টহল দিচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে