মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

'সমাজকে এগিয়ে নিতে মাদককে না বলতে হবে'

ফরিদপুর প্রতিনিধি
  ১৬ জুলাই ২০২৪, ০০:০০
'সমাজকে এগিয়ে নিতে মাদককে না বলতে হবে'

মাদক সমাজকে পিছিয়ে দেয়, একটি সমাজ ও দেশকে এগিয়ে নিতে মাদককে সর্বস্তরে না বলতে হবে। শুধু সরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তির তৎপরতা নয়, প্রত্যেক পরিবারকে ভূমিকা রাখতে হবে।

\হরোববার মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. কামরুল অহসান তালুকদার এ কথা বলেন।

অনুষ্ঠানে বাৎসরিক মাদক রিপোর্ট নামে স্মারকগ্রন্থ উন্মোচন এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়।

ফরিদপুর মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, আমরা জেলখানায় গিয়ে দেখতে পাই অধিকাংশ আসামি মাদকের সঙ্গে সংশ্লিষ্ট। আমাদের সমাজকে এগিয়ে নিতে হলে অবশ্যই মাদকের হাত থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হবে। আর এই কাজে সব থেকে বড় ভূমিকা রাখতে পারে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মোরশেদ আলম, সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে