দুপচাঁচিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, সাত ফার্মেসিকে জরিমানা তালায় ফ্যাক্টরি মালিকের দন্ড
প্রকাশ | ১৬ জুলাই ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
বগুড়ার দুপচাঁচিয়ায় সাতটি ওষুধের দোকানকে জরিমানা করা হয়েছে। এ ছাড়াও সাতক্ষীরার তালায় ভেজাল খাদ্যদ্রব্য রাখায় ফ্যাক্টরি মালিককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার দুপচাঁচিয়ায় ওষুধের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় সাতটি ওষুধের দোকানে অভিযান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জান্নাত আরা তিথি।
অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল ওষুধ দোকানে বিক্রির অপরাধে তমা মেডিকেল স্টোরের ১০ হাজার, মাহিন ফার্মেসির পাঁচ হাজার, তোতা ফার্মেসির ১০ হাজার, রিপন ফার্মেসির পাঁচ হাজার, মৌসুমী ফার্মেসির পাঁচ হাজার, সেতু ফার্মেসির পাঁচ হাজার ও আরএস উত্তরা ফার্মেসির দুই হাজার টাকা জরিমানা আদায় করেছেন। সেই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল ওষুধ জব্দ করা হয়েজে।
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার তালায় ভেজাল খাদ্যদ্রব্য পাওয়ায় ফ্যাক্টরি মালিক বজলুর রহমানকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার উপজেলা সহকারী (ভূমি) কমিশনার আবদুলস্নাহ আল আমিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা শাকদাহ মোড়ে একটি পলিথিন ফ্যাক্টরিতে অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বজলুর রহমানকে কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত বজলুর রহমান বাগের হাট জেলার বাসিন্দা।
তালা উপজেলা সহকারী ভূমি কমিশনার আব্দুলস্নাহ আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, 'ভেজাল খাদ্যদ্রব্য পাওয়ার দায়ে ফ্যাক্টরি মালিক বজলু রহমানকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।