মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

ভেদরগঞ্জে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
  ১৬ জুলাই ২০২৪, ০০:০০
ভেদরগঞ্জে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

শরীয়তপুরের ভেদরগঞ্জে মাদ্রাসাপড়ুয়া সাত বছরের এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করার অভিযোগে মাদ্রাসা শিক্ষক মুফতি মো. সাইদুলের (৩২) বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কালুমাঝি ইসলামিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও মজিতুননেছা এতিমখানার প্রথম শ্রেণীর কক্ষে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর মা ভেদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার দুই দিন পর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।

ছাত্রীর মা সেলনা বলেন, 'আমার মেয়েকে হুজুর এমন কাজ করেছে যা বলা যায় না। আমি আমার মেয়েকে যৌন হয়রানির বিচার চাই। এলাকায় বিচার না পেয়ে আমি সাইদুল হুজুরের নামে মামলা করেছি।'

মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আহসান বলেন, 'ঘটনার সময় ক্লাস চলছিল এরকমটাই আমি শুনতে পেয়েছি। এখন যেহেতু মামলা হয়েছে বিষয়টা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।'

ভেদরগঞ্জ থানার ওসি মিন্টু মন্ডল বলেন, এ ঘটনায় নারী শিশু দমন আইনে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চালানোয় হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে