কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে অস্ত্রসহ আর্মির (আরসা) সামরিক শাখার কমান্ডারকে গ্রেপ্তার করেছে। এছাড়াও বিভিন্ন অপরাধে টাঙ্গাইল, দিনাজপুরের ফুলবাড়ী, পিরোজপুরের ইন্দুরকানী, রাজশাহীর পুঠিয়ায় চারজনকে আটক করা হয়েছে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন) অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন (আরসা) আর্মির সামরিক শাখার কমান্ডারকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে অত্যাধুনিক দুটি জি-৩ রাইফেল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম/৩৫ বস্নকে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মোহাম্মদ ইলিয়াস ১১ নম্বর ক্যাম্পের এ/১৫ সাব বস্নকের বাসিন্দা হাসান আহমেদের ছেলে। রোববার বিকাল ৩টায় রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল সাংবাদিকদের নিকট প্রেস ব্রিফিংকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে চুরি হওয়া ৯ লাখ টাকাসহ শহিদ মাঝি (৩০) নামে আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবুর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত শহিদ মাঝি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তর কাঠিপাড়া গ্রামের মৃত ফটিক মাঝির ছেলে। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গত ১১ জুলাই দুপুরে অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. রতন চন্দ্র সাহা শহরের সোনালী ব্যাংক থেকে সঞ্চয়পত্রের ১১ লাখ ৫২ হাজার ৮০১ টাকা উত্তোলন করে ব্যাগে নিয়ে বাসার উদ্দেশে রওনা হন। তিনি শহরের লতিতা ফার্মেসির সামনে থেকে কিছু পথ যাওয়ার পর তার ব্যাগে থাকা টাকার মধ্য থেকে দশ লাখ টাকা চুরি করে অজ্ঞাত ব্যক্তিরা পালিয়ে যায়। পরে এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় ওইদিনই মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ ও গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করে। পরে রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝালকাঠি থেকে প্রধান আসামি শহিদ মাঝিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরিকৃত নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও বাকি টাকা উদ্ধারে পুলিশি অভিযান চলছে।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে চার্জার ভ্যান চুরি করার সময় আন্তর (৩৩) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার দিবাগত রাতে পৌর এলাকার ঢাকা মোড় (শাপলা চত্বর) এলাকা একটি চার্জার ভ্যান চুরি করার সময় তাকে আটক করা হয়। আটক অন্তর পার্বতিপুর উপজেলার রস্তমনগর গ্রামের মৃত মনোয়ার হোসেনের ছেলে। ফুলবাড়ী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যান চুরির চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে। ভ্যানটি উদ্ধার করে মালিককে হস্তান্তর করা হয়েছে।
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জানা যায়, রোববার রাতে ইন্দুরকানী থানার এসআই মো. দোলেয়ার হোসেন জসিমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চাড়াখালী এলাকার কেয়ার রাস্তা থেকে পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আ. বারেক হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী মো. মিঠু হাওলাদারকে (৩০) ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে। ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, গাঁজাসহ এক মাদক ব্যবসয়ীকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সোমবার মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি জানান, পুঠিয়ায় ধর্ষণের অভিযোগে রকি (২৮) নামে এক যুবককে আটক করেছে আরএমপি বেলপুকুর থানা পুলিশ। আটক রকি উপজেলার বেলপুকুর ইউনিয়নের দোমাদী গ্রামের জাকারিয়ার ছেলে। জানা গেছে, গত বেশ কয়েক সপ্তাহ যাবৎ অভিযুক্ত রকি তার প্রতিবেশী এক কিশোরীকে (১৪) কুপ্রস্তাব দিয়ে আসছিল। রকির কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এর পর থেকে ভুক্তভোগী কিশোরীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিল। রকি কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক বাড়ির পাশের্র একটি পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ধর্ষক রকি পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বেলপুকুর থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত রকিকে আটক করে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।