মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
পার্বতীপুরের জীবন ও সম্পদ রক্ষা কমিটির মানববন্ধন

আশাশুনিতে ক্ষতিগ্রস্ত সড়ক পুনঃনির্মাণের দাবি

স্বদেশ ডেস্ক
  ১৬ জুলাই ২০২৪, ০০:০০
দিনাজপুরের পার্বতীপুরে জীবন ও সম্পদ রক্ষা কমিটির মানববন্ধন -যাযাদি

সাতক্ষীরার আশাশুনিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সড়ক পুনঃনির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। এদিকে দিনাজপুরের পার্বতীপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের নামে হয়রানির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফানে ভেঙে যাওয়া সড়ক পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতাপনগর ইউনিয়ন পরিষদ থেকে ভাঙনকবলিত সড়কে এই মানবনন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতাপনগর ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে ভাঙনে বিচ্ছিন্ন গ্রামবাসী ও এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বক্তব্য রাখেন- মিলন বিশ্বাস, সাংবাদিক মাসুম বিলস্নাহ, মাস্টার আলমগীর হোসেন, সমাজসেবক নূরে আলম সিদ্দিকী, ভাঙনকবলিত মানুষের পক্ষে মোহসেনা মনু, মাহবুবর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে নদী ভাঙনের পর দীর্ঘ চার বছর প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে সোনাতনকাটি, গোকুলনগর, কুড়িকাহুনিয়া, শ্রীপুর ও পূর্ব নাকনা গ্রামের হাজার হাজার মানুষের যাতয়াতের রাস্তাটি সম্পূর্ণভাবে ভেসে গিয়ে গড়ুইমহল খালের সঙ্গে একাকার হয়ে গিয়ে এলাকাবাসীকে বিচ্ছিন্ন করে রেখেছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাদের যাতয়াতের ভেঙে যাওয়া রাস্তাটি পুনঃনির্মাণের ব্যবস্থা না হওয়ায় ভুক্তভোগী এলাকাবাসী বিড়ম্বনার শিকার হচ্ছে।

সমস্যাটি দ্রম্নত সমাধানের নিমিত্তে সড়ক পুনঃনির্মাণের জন্য সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ সবার সহযোগিতা কামনা করেছেন তারা।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের ১২টি গ্রামের ১০ হাজার ৪০০ ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের নামে হয়রানির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১টায় বড়পুকুরিয়া বাজারে জীবন ও সম্পদ রক্ষা কমিটির আয়োজনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত এলাকার শত শত নারী ও পুরুষ মানববন্ধনে অংশ নেয়।

বক্তারা বলেন, 'আগামী ১৫ দিনের মধ্যে দাবি মেনে না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।' মানববন্ধনে বক্তব্য রাখেন- জীবন ও সম্পদ রক্ষা কমিটির নেতা রফিকুল ইসলাম, রেজওয়ানুল হক, সাইদুর রহমান, লিয়াকত আলী, আব্দুল কাদের, মতিউর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে