জামালপুরের মেলান্দহে পুকুরের গোসল করতে নেমে গৃহবধূসহ চারজনের মৃতু্য হয়েছে। এদিকে গাজীপুরের শ্রীপুরে, নোয়াখালীর সুবর্ণচরে ও নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে শিশুসহ আরও চারজনের মৃতু্য হয়েছে। এছাড়াও নড়াইলের লোহাগড়ায়, লালমনিরহাটে আদিতমারীতে ও গাজীপুরের শ্রীপুরে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের মেলান্দহে পুকুরের গোসল করতে নেমে গৃহবধূ ও তিন কিশোরীর মৃতু্য হয়েছে। রোববার উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি রাজু আহাম্মদ।
নিহতরা হলেন দক্ষিণ বালুরচর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৩০), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১৪), গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা (৯) ও দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭)।
জানা গেছে, রোববার বিকালে চারজন একসঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় সাদিয়া (১৪) ও খাদিজা (৯) পানিতে ডুবে গেলে গৃহবধূ রোকসানা ও কলেজ ছাত্রী দিশা আক্তার দু'জন দু'জনকে উদ্ধার করতে যায়। ডুবে যাওয়া দু'জনকে উদ্ধার করতে না পেরে তারাও ডুবে মারা যায়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
মেলান্দহ থানার ওসি রাজু আহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। একজন গৃহবধূ ও তিনজন কিশোরী পানিতে ডুবে মারা গেছে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে বিলের পানিতে ডুবে তাসলিমা আক্তার নামে এক নারীর মৃতু্য হয়েছে। সোমবার উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই পালোয়ানপাড়া এলাকার একটি বিল থেকে তার লাশ উদ্ধার হয়। নিহত তাসলিমা আক্তার (৩৫) ওই গ্রামের ছিদ্দিকুর রহমানের মেয়ে। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন।
শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, 'বিলের পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়ে থানায় কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে পরে জানাতে পারব।'
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জানান, সুবর্ণচরে পৃথক দু'টি ইউনিয়নে বসতবাড়ির পুকুরের পানিতে ডুবে মো. জিসান (২) ও ফাতেমা আক্তার (৪) নামে দুই শিশুর মৃতু্য হয়েছে।
সোমবার উপজেলার চরবাটা ইউনিয়ন ও চরওয়াপদা ইউনিয়নে এ ঘটনা ঘটে। শিশু দু'টির মৃতু্যতে পরিবারে শোকের মাতম চলছে।
মৃত জিসান চরওয়াপদার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো. মুরাদের ছেলে ও ফাতেমা আক্তার ২নং চরবাটা ইউনিয়নের মধ্যচরবাটা গ্রামের রাসেলের মেয়ে।
চরজব্বার থানার ওসি মোহাম্মদ কাওসার আলম শিশু দু'টি পানিতে পড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃত শিশুদের সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে জিহাদ (৮) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে উপজেলার বিহারীপুর রেল কলোনি গ্রামের সাদ্দামের ছেলে।
জানা যায়, সে আত্রাই রেল কলোনির একটি মাদ্রাসায় লেখাপড়া করত। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে খেলাধূলা করতে গিয়ে মাদ্রাসা সংলগ্ন জলাসয়ে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের (৩০) গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা এলাকায় মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এস এম মো. বিলস্নাল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। কি কারণে তার মৃতু্য হয়েছে তাও জানা যায়নি।
লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাটে তিস্তা নদীর পানিতে ভেসে এলো অজ্ঞাত এক যুবকের (৩৮) হাত বাঁধা অর্ধগলিত মরদেহ। সোমবার জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ এলাকার বালুচর থেকে ওই মরদেহে উদ্ধার করে থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, তিস্তার পানি কমে গিয়ে নদীর বাম তীরে উপজেলার সলেডি স্প্যার বাঁধ-২ এলাকায় জেগে ওঠা চরে মরদেহটি আটকে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। দুপুরে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।
আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, এলাকাবাসীর কেউ মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারছেন না। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে হারুন উর রশিদ নামে এক কসমেটিকস ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার পৌর এলাকার মাওনা চৌরাস্তার হাজী দুলাল উদ্দিনের মালিকানাধীন ভবনের তৃতীয় তলার উত্তর পাশের ফ্ল্যাটের ভেতর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত হারুন উর রশিদ (৩৩) উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের হক মিয়ার ছেলে। তিনি মাওনা চৌরাস্তার ইয়াকুব আলী মাস্টার টাওয়ারে রূপসাগর কসমেটিক এন্ড গিফট কর্নারের স্বত্বাধিকারী ছিলেন।
শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যা। শরীরের ওজন বেশি হওয়ায় গামছা ছিড়ে লাশ নিচে পড়েছিল। তবে তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানাতে পারব।'