রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা আজ

প্রকাশ | ১৬ জুলাই ২০২৪, ০০:০০

রাজশাহী অফিস
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার আক্তার জামিল -যাযাদি
আজ মঙ্গলবার রাজশাহী বিভাগীয় শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হবে। এ নিয়ে রোববার রাজশাহী বিভাগীয় কার্যালয় হলরুমে সংবাদ সম্মেলন করা হয়। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে 'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' কার্যক্রমের আওতায় বিভাগীয় পর্যায়ে জয়িতা নির্বাচন ও সংবর্ধনা প্রদান সম্পর্কিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামিল। এ সময় উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক শবনম শিরিনসহ বিভাগীয় কার্যালয়ের অন্য কর্মকর্তারা। লিখিত বক্তব্যে আক্তার জামিল বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের সংগ্রামী নারীদের আত্মশক্তিতে উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ধীন মহিলা বিষয়ক অধিদপ্তর ও ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এ লক্ষ্যে গঠিত কমিটির মাধ্যমে অনুসন্ধান করে তাদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান, আত্মপ্রত্যয়ী নারীদের অনুপ্রাণিত করা, সমগ্র সমাজ নারীবান্ধব করা এবং জেন্ডারভিত্তিক সমাজ বিনির্মাণ ত্বরান্বিত করার লক্ষ্যে 'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' শীর্ষক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সংগ্রামী এসব সফল নারীদের প্রতীকীর নাম জয়িতা। তিনি বলেন, 'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' শীর্ষক কার্যক্রমের আওতায় ২০১৩-২০১৪ অর্থবছর থেকে উপজেলা, জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ে সংগ্রামী নারীদের নির্বাচন করা হচ্ছে। জয়িতা অন্বেষণের কার্যক্রম পরিচালনা নীতিমালার আলোকে ৫টি ক্যাটাগরিতে যেমন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী নারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী নির্বাচন করে সংবর্ধনা প্রদান করা হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে মোট চলিস্নশজন জয়িতা নির্বাচন করা হয়। এর মধ্যে দশজনকে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত করা হয়েছে। এখান থেকে আবার জাতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য চূড়ান্তভাবে পাঁচজনকে নির্বাচিত করেছেন জয়িতা নির্বাচক কমিটি। নির্বাচিত সব জয়িতাকে সংবর্ধিত করা হবে।