কলেস্নাল সুপার মার্কেট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
নগরের মিমি সুপার মার্কেট সংলগ্ন কলেস্নাল সুপার মার্কেট নিয়ে চসিকের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী দোকানিরা। রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেস্নাল সুপার মার্কেট দোকান-মালিক সমবায় সমিতি লিমিটেডের অর্থ সম্পাদক খোকন মজুমদার। লিখিত বক্তব্যে তিনি জানান, 'কলেস্নাল সুপার মার্কেটের মূল মালিক আতিয়া বানু। তিনি ১৯৮৮ সালে সিডিএ থেকে পাঁচতলা বাণিজ্যিক ভবন নির্মাণ করার অনুমতি পান। তবে আর্থিক সঙ্গতি না থাকার কারণে তিনি বিভিন্নজনের কাছে নির্মিতব্য দোকানগুলোর পজিশন সালামির ভিত্তিতে হস্তান্তর করেন এবং ভিন্ন ভিন্ন তারিখে চুক্তিবদ্ধ হন। উক্ত চুক্তিপত্র মূলে কলেস্নাল সুপার মার্কেট দোকান-মালিক সমবায় সমিতির দোকানদাররা একদিকে দোকানগুলো নিজেই অলিওয়ারিশান স্থলবর্তী পরবর্তীক্রমে ভোগ দখল বা ব্যবসা বাণিজ্য করার অধিকার আইনানুগভাবে লাভ করেন। সম্পত্তির মূল মালিক আতিয়া বানু দোকান মালিকদের কাছ থেকে লাখ লাখ টাকা সালামি নেন এবং তিনতলা ভবন নির্মাণ করেন। সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী ভবনটি কিনেছেন দাবি করে বেআইনি ও অবৈধভাবে ভেঙে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।' সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ মামুন, এনামুল হক, সরোয়ার আলম, জহিরুল ইসলাম, আবদুল হাফিজ জিসান প্রমুখ।