এআইইউবি-পুলিশ স্টাফ কলেজের মধ্যে সমঝোতা স্মারক সই
প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের (পিএসসি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গত ১১ জুলাই এআইইউবি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এই সমঝোতা স্মারক সই হয়। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর ড. মলিস্নক ফকরুল ইসলাম, ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় এআইইউবি প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান, প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান নাদিয়া আনোয়ার, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার সাব্বির মো. কবির, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের ভাইস রেক্টর ও ডিআইজি রেজাউল হক রেজা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজে বাংলাদেশের রেক্টর ও অতিরিক্ত আইজি ড. মলিস্নক ফকরুল ইসলাম তার বক্তৃতায় দেশের উন্নয়ন, মানসম্মত শিক্ষা ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধিতে পুলিশ বাহিনীর অঙ্গীকারের ওপর জোর দেন। তিনি এআইইউবির মানসম্মত শিক্ষার পরিবেশ সন্তোষ প্রকাশ করেন এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে পুলিশ সদস্যর উচ্চশিক্ষা অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এআইইউবি'র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, 'এআইইউবি এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের মধ্যে এ ধরনের সমঝোতা স্মারক সম্পাদনের ফলে উভয় প্রতিষ্ঠানই পারস্পরিকভাবে শিক্ষার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে।'
অনুষ্ঠান শেষে পুলিশ স্টাফ কলেজের প্রতিনিধিরা এআইইউবি ক্যাম্পাস পরিদর্শন করেন। সংবাদ বিজ্ঞপ্তি