মৃতু্যবার্ষিকী পালিত
\হআখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা কামাখ্যা রঞ্জন ঘোষের ১৮তম মৃতু্যবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার দুপুরে পৌর শহরের রাধানগর প্রয়াতের নিজ বাড়িতে ও রাধামাধব আখড়া মন্দিরে আত্মার শান্তি কামনায় পূজা অর্চনা করা হয়েছে। এতে প্রয়াতের স্বজনরা ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। প্রয়াত কামাখ্যা রঞ্জন ঘোষ স্থানীয় সাংবাদিক দুলাল ঘোষের বাবা। তিনি আখাউড়া পৌর শহরের দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ৪৫ বছর শিক্ষকতা করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।
আলোচনা সভা
ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি। আওয়ামী লীগ নেতা শফিউল কাদের নান্নুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আ'লীগ নেতা অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, শরিফুল ইসলাম সরকার তোরণ, আব্দুল গনি ভূঁইয়া, এবিএম তরিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, তাসলিমা রহমান লাভলী, মোজাম্মেল হক।
ত্রাণসামগ্রী বিতরণ
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা স্বেচ্ছাসেবী সংগঠন সাঘাটা উন্নয়ন সংস্থা (ংঁং) এর উদ্যোগে সাঘাটা, ফুলছড়ির বিভিন্ন চরাঞ্চলের বানভাসি ৫শ পানিবন্দি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় ছিলেন সাঘাটা উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, রক্ত বিষয়ক সম্পাদক সুমন, সেলিম, প্রচার সম্পাদক রবিউল, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুল বারি জোহা, গাইবান্ধা জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খোকন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হারুন খান, জেলা সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল হাসান বিপস্নব।
ফুটবল টুর্নামেন্ট
ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭ ) ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার গাছবাড়ীয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, চেয়ারম্যান যথাক্রমে অ্যাডভোকেট খোরশেদ বিন ইসহাক, আব্দুর রহিম চৌধুরী, আবদুল আলিম, আনিসুল হক, খোরশেদ আলম টিটু।
মৃতু্যবার্ষিকী পালন
ম নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে যমুনা গ্রম্নপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের চতুর্থ মৃতু্যবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার কোরআন তেলোয়াত ও আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে নলছিটি প্রেস ক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মো. এনায়েত করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, বিশেষ অতিথি ছিলেন ৩নং কুলকাঠির ইউপি চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. মো. এসকেন্দার আলী খান।
সভা অনুষ্ঠিত
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রমের সমাপনী ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশ নেয়। রোববার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির আয়োজনে অফিস কক্ষে সংস্থার ম্যানেজার রোলান্ড গমেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার মো. মামুনুর রশীদ, সাংবাদিক শামসুল ইসলাম সামু, মোখলেছুর রহমান সওদাগর, সুলতান কবির, শাহ আলম, মানোয়ার হোসেন বাবু, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মাসুদ রানা, যোতিশ চন্দ্র রায় ও আলম মিয়াসহ অনেকে।
সংবর্ধনা প্রদান
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আমজাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে প্রেস ক্লাব হল রুমে পার্বতীপুর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ হাফিজুল ইসলাম প্রামাণিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা নাসরিনকে সংবর্ধনা দেওয়া হয়। সাংবাদিক এমএ আলম বাবলু'র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি শ আ ম হায়দার।
সংবর্ধনা প্রদান
ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পাইকপাড়া সামাজিক সম্প্রীতি কমিটির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নতুন কমিটির ১৮ জন সদস্যকে সংবর্ধনা দিয়েছে। এ উপলক্ষে শনিবার রাতে পাইকপাড়া রাম ঠাকুর আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকপাড়া সামাজিক সম্প্রীতি কমিটির সভাপতি বিশিষ্ট ঠিকাদার হাজি মোহাম্মদ আবু জাহিদ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সুমেশ রঞ্জন রায় ও সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।
কর্মশালা অনুষ্ঠিত
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের (আইবিএফপিএল) মাধ্যমে স্থাপিত পাইপলাইন ও সংশ্লিষ্ট যন্ত্রপাতিসমূহের গুরুত্ব ও সচেতনতা-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পার্বতীপুর উপজেলা পরিষদ হলরুমে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন কর্তৃপক্ষ আয়োজিত ও পার্বতীপুর উপজেলা প্রশাসন বাস্তবায়িত কর্মশালায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন। প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হাফিজুল ইসলাম প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন- পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন।
উপকরণ বিতরণ
ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মানসম্মত তুলা আবাদের জন্য মেহেরপুরের গাংনীর তুলাচাষিদের মধ্যে বিনামূল্যে সরকারি উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার গাংনী উপজেলা নির্বাহী অফিসার সভাকক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার। এ সময় উপস্থিত ছিলেন- তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশিষ, কুষ্টিয়া জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন ও গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন।
ফুটবল খেলা
ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) বিভাগে চ্যাম্পিয়ন হয় উপজেলা পরিষদ ও বাঙ্গালহালিয়া ইউনিয়ন। রোববার রাজস্থলী বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র।
বাড়িতে আগুন
ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীর জোরপুকুরিয়া গ্রামে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। স্থানীয় বামন্দী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষয়ক্ষতি নিরুপণ করেন। বৈদু্যতিক শর্টসার্কিটে এই অগ্নীকান্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চাঁদ আলীর ছেলে হারান আলী জানান, বাড়ির পাশে একটি গাছের পাশ দিয়ে বৈদু্যতিক সংযোগ দেওয়া হয়েছিল তার নিজ বাড়িতে। সকালে হঠাৎ করেই গাছের পাশের ওই তারে আগুন দেখা দেয়। এই আগুন চাঁদ আলী ও তার বোন বাচেনা খাতুনের বাড়িতে ছড়িয়ে পড়ে।
মতবিনিময়
ম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ইউপি চেয়ারম্যান আলহাজ মো. ছালাউদ্দিন ভুইয়ার সঙ্গে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভুইয়া। সভায় বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান আলহাজ মো. ছালাউদ্দিন ভুইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান তারেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এমএ মোমেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা-বিষয়ক সম্পাদক মাছুম চৌধুরী অপু।
বৃক্ষরোপণ কর্মসূচি
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে সূর্যগীরি আশ্রমে গত শুক্রবার বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন- ফটিকছড়ি উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান নাজিমুদ্দিন মুহুরি। ক্লাব সেক্রেটারি লায়ন বরুণ কুমার আচার্য্য বলাইয়ের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। এ সময় আরও ছিলেন ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জানে আলম, সাবেক প্রেসিডেন্ট লায়ন গাজী মোহাম্মদ আবু জাফর।
আনন্দ মিছিল
ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন নির্বাচিত হওয়ায় যুবদলের কেন্দ্রীয় কমিটিসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মৌলভীবাজার সাবেক ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী শুভেচ্ছা ও অভিনন্দন মিছিল করেছেন। রোববার যুবনেতা সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন'র সভাপতিত্বে ও যুবনেতা এএম নিশাত সঞ্চালনায় মিছিল পরবর্তীতে বক্তব্য রাখেন ওয়াহিদুর রহমান জুনেদ, নজরুল ইসলাম হাশেম, সৈয়দ তানভীর আলী, আফিয়ান আহমদ চৌধুরী শিপু।
ত্রাণ বিতরণ
ম রংপুর প্রতিনিধি
কুড়িগ্রামে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করলেনর্ যাব মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। রোববার জেলা সদরের যাত্রাপুর এলাকায়র্ যাব ফোর্সেসের পক্ষ থেকে ৫০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ছিলেন রংপুরর্ যাব-১৩ অধিনায়ক মেজর মো. কামরুল হাসান (এনডি), কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী প্রমুখ।
সার বিতরণ
ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগতি উপজেলায় ৪ হাজার ৯শ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্ণীপুর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুলস্নাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ তারেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন।
কর্মশালা অনুষ্ঠিত
ম শেরপুর (বগুড়া) প্রতিনিধি
পলস্নী উন্নয়ন একাডেমি বগুড়ার উদ্যোগে নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে গ্রামীণ বিদ্যালয়ের শিক্ষকদের প্রস্তুতি ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার একাডেমির আইসিটি ভবনের সভাকক্ষে আরডিএ'র পরিচালক (প্রশিক্ষণ) মো. ফেরদৌস হোসেন খানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলস্নী-উন্নয়ন একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল মালেক। আরডিএ'র উপ-পরিচালক মো. তানবিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. মো. রফিকুল ইসলাম, আরডিএ'র পরিচালক (কৃষি বিজ্ঞান) মো. মিজানুর রহমান, আরডিএ ল্যাব. স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া'র অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান, এবং আরডিএ'র যুগ্ম পরিচালক শেখ শাহরিয়ার মোহাম্মদ।
সচেতনতামূলক সভা
ম সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
যৌতুককে না বলুন, বাল্যবিবাহকে না বলুন' এ প্রতিপাদ্যকে ধারণ করে সন্দ্বীপে শিক্ষার্থীদের নিয়ে যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার মগধরা স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে যৌতুক ও বাল্যবিয়ে বিরোধী ফোরাম সন্দ্বীপ উপজেলা শাখা এবং বীরপ্রতীক কর্নেল (অব.) মো. দিদারুল আলম ফাউন্ডেশন। যৌতুক ও বাল্যবিবাহ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ প্রকৌশলী কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ভার্চুয়ালি বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীরপ্রতীক কর্নেল মো. দিদারুল আলম। যৌতুক ও বাল্যবিবাহ ফোরাম সন্দ্বীপ শাখাপ্রধান সমন্বয়ক দৈনিক আমার সংবাদ পত্রিকার সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি ইলিয়াছ সুমনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মগধরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. দিদার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মগধরা স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বিমল চন্দ্র দাশ, মগধরা স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার।
খাদ্যসামগ্রী বিতরণ
ম শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ১ হাজার বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসিসোয়েশন ফাউন্ডেশন ইউকে (বিসিএ ফাউন্ডেশন ইউকে)। রোববার বিকালে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে খাদ্যসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসিসোয়েশন ফাউন্ডেশন ইউকের সভাপতি অলি খান এমবিই ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী। এ সময় ছিলেন মাওলানা ছানাউলস্নাহ, মাওলানা আব্দুল হাই, মুফতি মোনাজির আহমদ, মাওলানা আতিকুল হক, হাফিজ গিয়াস উদ্দিন, মাওলানা গাজী আবুল কালাম, মাওলানা ফারুক আহমদ, হাফিজ আবু সাইদ, মাওলানা আব্দুর রহমান।