মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

বাজিতপুরে তিন কিলোমিটার রাস্তা বেহাল

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১৫ জুলাই ২০২৪, ০০:০০
বাজিতপুরে তিন কিলোমিটার রাস্তা বেহাল

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া- বালিগাঁও আঞ্চলিক ৩ কিলোমিটার সড়কটি গত ৫ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এ রাস্তাটি খানাখন্দও কমপক্ষে শতাধিক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বালিগাঁও ব্রিজটি দুপাশে ভেঙে যাওয়ার কারণে সিএনজি ও অটোরিকশা চলাচল করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছে প্রায়ই। সম্প্রতি গত কয়েক দিনে এসব যানবাহনে চলাচল করতে গিয়ে অনেক লোক হতাহত হয়েছে। একটি প্রভাবশালী মহল একটি পুকুর থেকে বেকু দিয়ে মাটি কাটার কারণে এ রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এলাকাবাসী এ বিষয়ে প্রতিবাদ করলেও কোনো কাজে আসছে না বলে তারা দাবি করেন। যদি এ রাস্তাটি নির্মাণকাজ না হয়, তাহলে বাজিতপুর দিয়ে চলাচল করা তাদের পক্ষে একেবারে বন্ধ হয়ে যাবে বলে প্রত্যক্ষদর্শীরা উলেস্নখ করেন। এলাকাবাসীর দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন কী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে