নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার বিকাল ৪টায় সামান্য টিউবওয়েলের পানি নিক্ষেপ করাকে কেন্দ্রে করে মা-মেয়েকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। মা সাহিতুনের (৭০) একটি হাত ভেঙে দেওয়া হয়েছে। মেয়ে ফুল মেহেরের (৪০) মাথায় বিদ্ধ করা হয়েছে বাঁশের সূঁচালো শলাকা। মা-মেয়ে দুইজনেই আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামে।
আহতদের পরিবারের সদস্যরা জানান, ফুল মেহের তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ায় সন্তানাদি নিয়ে তার পিত্রালয়ে থাকেন। ঘটনার সময় ফুল মেহের রাস্তায় টিউবওয়েলের পানি নিক্ষেপ করেছেন বলে অভিযোগ তুলে তারই চাচাত ভাই আলী আজগর ও ইব্রাহিম তাকে এলোপাতাড়ি পিটাতে থাকে। তাকে বাঁচাতে তার মা সাহিতুন (৭০) এগিয়ে এলে হামলাকারীরা তাকেও পিটিয়ে একটি হাত ভেঙে দেয় এবং ফুলমেহেরের মাথায় সূঁচালো বাঁশের শলাকা বিদ্ধ করে। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে এনে ভর্তি করেন। এ ব্যাপারে থানায় অভিযোগ করবেন বলে আহত ফুলমেহের ও তার মা সাহিতুন জানান।