মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

রাকাব একীভূতকরণের প্রক্রিয়া বন্ধের দাবি

রাজশাহী অফিস
  ১৫ জুলাই ২০২৪, ০০:০০
রাকাব একীভূতকরণের প্রক্রিয়া বন্ধের দাবি

বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে একীভূতকরণ প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণ প্রতিরোধ কমিটি। রোববার বেলা ১১টার দিকে রাজশাহী চেম্বার ভবনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলন ডেকে একীভূতকরণ প্রক্রিয়া বন্ধের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক। তিনি বলেন, সরকার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে একটি দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করে দেশের অন্যতম দুর্বলতম ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজশাহী অঞ্চলের অগ্রসরমান কৃষি ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে- যা এই অঞ্চলের কৃষি ও কৃষক ন্যায্যতা হারাবে।

এসময় ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি মাসুদুর রহমান রিংকু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে