গফরগাঁওয়ে জমির বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ০০:০০

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাবা-ছেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিবেশী প্রতিপক্ষের লোকজন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরকামারিয়ার প্রতিপক্ষের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। জানা গেছে, উপজেলার চরআলগী ইউনিয়নের চরকামারিয়া উজানপাড়া এলাকায় দুলাল উদ্দিনের সঙ্গে আব্দুল মান্নানের জমি-জমা নিয়ে দীর্ঘদিন দিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় দুলাল উদ্দিন মাগরিবের নামাজ আদায় করতে মসজিদের দিকে যাওয়া পথে একই এলাকার আব্দুল মান্নান ও আক্কাসের নেতৃত্বে ৫-৬ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে দুলাল উদ্দিনের (৫৮) পথরোধ করে হামলা চালায়। তাদের রাম-দার আঘাতে তার মাথা ও হাতের আঙুল গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় তার ডাকচিৎকারে ছেলে আলফাজ (১৭) বাবাকে বাঁচাতে এলে হামলাকারীরা তাকেও রামদা দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাবাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।