মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

জগন্নাথপুরে বন্যায় সড়কে বিভিন্ন স্থানে ভাঙন

বাড়ছে মানুষের ভোগান্তি
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ১৫ জুলাই ২০২৪, ০০:০০
জগন্নাথপুরে বন্যায় সড়কে বিভিন্ন স্থানে ভাঙন

সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যা, পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে বিভিন্ন স্থানের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই উপজেলার গত কয়েক দফা বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ।

শনিবার সরেজমিন দেখা যায়, সুনামগঞ্জ-ঢাকা মহাসড়কে ইছগাঁও গ্রামের পাশে কাটাখাল সেতুর পাশের সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। প্রত্যেক দিন এখানে বড় মালবাহী ট্রাকগুলো আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বন্যায় সময় এখানে গর্তে পড়ে ছোট বড় অনেক দুর্ঘটনার কথা জানান স্থানীয়রা।

এ ব্যাপারে স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত একটি ট্রাক গর্তে পড়ে উভয় পাশে প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ও গাড়ি লোক মিলে এই ট্রাকটি গর্ত থেকে তুলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও ব্রিজের একাংশের এপ্রোচ দেবে গিয়ে বিপজ্জনক গর্ত সৃষ্টি হয়েছে। এই সড়ক পথে ঝুঁকি নিয়েই ভারী যানবাহন চলাচল করছে। এই সড়ক পথে প্রতিদিন সুনামগঞ্জ-ঢাকা যাত্রীবাহী বড় বাস ও মালবাহী ট্রাক চলাচল করে। ঝুঁকি নিয়ে বাস ট্রাকসহ ছোট যানবাহন চলাচল করছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

গোতগাঁও গ্রামের বাসিন্দা আলাল মিয়া বলেন, 'হঠাৎ করে ব্রিজের এপ্রোচ দেবে যাচ্ছে। গত তিন দিন ধরে ব্রিজটির একাংশের এই অবস্থা, দুর্ঘটনা এড়াতে গর্তে সিগনাল দিয়ে রেখেছি।'

এ ব্যাপারে সওজ সড়ক বিভাগ সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রাং মুঠোফোনে বলেন, 'এখানে আমাদের লোক কাজে যাচ্ছে। প্রত্যেক দিন তো বৃষ্টি হচ্ছে এ জন্য কাজ করা যাচ্ছে না। আমরা গর্তগুলো ভরাট করে দিচ্ছি। আমাদের এই কাজ চলমান থাকবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে