বাইকের ধাক্কায় সংবাদপত্র বিক্রেতা নিহত
আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের
প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
কক্সবাজারের চকরিয়ায় মোটর বাইকের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পত্রিকা বিক্রেতার মৃতু্য হয়েছে। এদিকে সাতক্ষীরার আশাশুনিতে বাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের চকরিয়ায় একটি দ্রম্নতগামী মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংবাদপত্র বিক্রেতা প্রকাশ কান্তি ধর (৬৪) মৃতু্যবরণ করেছেন।
রোববার ভোর পাঁচটার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে শনিবার সন্ধ্যা ৭টার সময় চকরিয়া পৌর শহরের চিরিঙ্গাস্থ সরকারি হাসপাতাল সড়কের সামনে মহাসড়ক পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন প্রবীণ সংবাদপত্র বিক্রেতা প্রকাশ ধর।
পরে তাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রকাশ কান্তি ধর হারবাং ইউনিয়নের ধরপাড়ার হিরণ লাল ধরের ছেলে। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে পত্রিকা বিক্রির সঙ্গে জড়িত।
এদিকে সংবাদপত্র হকার প্রকাশ ধরের মৃতু্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইবনে আমিন, সহ-সভাপতি মুহাম্মদ মনজুর আলম ও সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথসহ ক্লাবের সব নেতা।
এ ছাড়া সংবাদপত্র এজেন্ট প্রভাষক জিয়াউল হক ভুট্টো ও রবিউল হোসাইন শারিক, চকরিয়া সংবাদপত্র হকার সমিতির সভাপতি মনির উদ্দিন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া উপজেলা শাখার সভাপতি রবিউল হাসান, সাধারণ সম্পাদক, আলী মর্তুজা টিটুসহ নেতারা তার মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেছেন।
সংগঠনগুলোর নেতারা সংবাদপত্র বিক্রেতা প্রকাশ ধরকে ধাক্কা দেওয়া ঘাতক মোটর সাইকেলসহ আরোহীকে অতিদ্রম্নত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কোদন্ডা আমতলার মোড়ে এ ঘটনাটি ঘটে।
নিহত রেজাউল সানা (৫৫) উপজেলার সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের আনসার সোনার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল সানা দুর্গাপুর থেকে বাইসাইকেল যোগে নিজবাড়িতে যাওয়ার যাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা টু কোলাঘোলা সড়কে একটি যাত্রীবাহী বাস দ্রম্নতগতিতে তার সাইকেলে ধাক্কা দেয়। পরে রেজাউল সানাকে চাকায় পিষ্ট করে বাস দ্রম্নতগতিতে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপেস্নক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরে স্থানীয় জনতা ধাওয়া করে আশাশুনির চাপড়া ব্রিজ এলাকা থেকে বাসটিকে আটক করে। ড্রাইভার-হেলপার কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। বাসটিকে জব্দ করেছে আশাশুনি থানা পুলিশ।