মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

আগৈলঝাড়ায় বিষপ্রয়োগে হাঁস মেরে ফেলার অভিযোগ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
  ১৫ জুলাই ২০২৪, ০০:০০
আগৈলঝাড়ায় বিষপ্রয়োগে হাঁস মেরে ফেলার অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় শনিবার বিকালে বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামে দরিদ্র অসহায় নরওম মধুর পুত্র রতন মধুর গৃহপালিত ১০টি চিনা হাঁস বিষপ্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, হাঁস-মুরগি পালন করে পরিবারটি জীবিকা নির্বাহ করে। একই গ্রামের গংগাচরন মধুর পুত্র গৌতম মধু তার পানের বরজের পাশে হাঁস মারার লক্ষ্যে বিষপ্রয়োগ করে। মৃত হাঁস দেখে রতন মধুর স্ত্রী সুমা বালা ডাকচিৎকার করলে গৌতম মধুর পুত্র তমলমধু সুমা বালাকে তার বসতঘর থেকে টানা হেঁচরা করে বের করে মারধর করে। এ ব্যাপারে রতন মধু স্থানীয় ইউপি সদস্য বিকাশ মন্ডলের স্মরণাপন্ন হইলে সে উক্ত বিষয়ে মীমাংসা করে দিতে অনিচ্ছা প্রকাশ করে। পরে অসহায় রতন ও তার পরিবার নবনির্বাচিত উপজেলা চেয়াম্যান জতিন্দ্রনাথ মিস্ত্রিকে অবহিত করলে তিনি স্থানীয় মুরব্বি সাবেক ইউপি সচিব বিমল বাড়ৈকে মুঠোফোনের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেওয়ার অনুরোধ করেন। এ ব্যাপারে সাবেক সচিব বিমল বাড়ৈর কাছে জানতে চাইলে তিনি অতি অল্প সময়ের মধ্যে উভয়ের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য সাংবাদিকদের আশ্বস্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে