মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ১৫ জুলাই ২০২৪, ০০:০০
উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করেছে বনবিভাগ।

শনিবার উপজেলার রাজা পালং ইউনিয়নের হরিণমারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম অভিযানের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, উপজেলা প্রশাসন থেকে কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন বালুখেকোরা হরিণমার এলাকা থেকে ড্রেজার মেশিন বসিয়ে যত্রতত্রভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে বিট কর্মকর্তা ইমদাদুল হাসান ও বিট কর্মকর্তা আরাফাত মাহমুদের নেতৃত্বে সিপিজি সদস্যরা অভিযান চালিয়ে ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বনবিভাগ সূত্র জানা গেছে, অভিযানকালে বালু উত্তোলন ও বিক্রির ইজারার বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি। জব্দকৃত ড্রেজার মেশিন ও অন্য সরঞ্জাম বনবিভাগ কার্যালয় হেফাজতে রাখা হয়েছে। কারা অবৈধভাবে বালু উত্তোলন কাজে জড়িতদের নাম ও ঠিকানা সংগ্রহ করা হয়েছে।

এ ব্যাপারে বিভাগ মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে