মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ১৫ জুলাই ২০২৪, ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে বণ্যাঢ্যর্ যালি -যাযাদি

বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এবারে প্রতিপাদ্য বিষয় ছিল 'মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধই সমাধান'। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

স্টাফ রিপোর্টার, নোয়াখালী জানান, নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে মাদকবিরোধী মানববন্ধন করা হয়। পরে জেলা শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। মুখ্য আলোচক ছিলেন- জেলা শিক্ষা অফিসার নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী অফিসার আমিনুর জাহান নীলা, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. যিশুদাস গুপ্ত ও নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু। আলোচনা সভায় বক্তারা মাদকের আগ্রাসন প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধির পাশাপাশি মাদকের কুফল সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করেন।

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় দিবসটি উপলক্ষের্ যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিলস্নাল হোসেন, এনএস আইয়ের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মো. মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। সন্তানের প্রতি সবাইকে খেয়াল রাখতে হবে। সমাজ ও দেশকে বাঁচাতে আমাদের মাদক নির্মূল করতে হবে। আলোচনা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

নাটোর প্রতিনিধি জানান, নাটোরে জেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে নাটোর কালেক্টরেট ভবনের সামনে এক মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট ভবনের সামনে ফিরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভা। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোর-০৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফর রহমানসহ বিভিন্ন এনজিও ও রিহ্যাব সেন্টারের প্রতিনিধিরা। আলোচনা সভা শেষে মাদকবিরোধী রচনা প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ২১ জন বিজয়ী ছাত্রছাত্রীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে