মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

ঝিকরগাছায় গ্রিল কেটে ছুরিকাঘাতে মাকে হত্যা, মেয়ে আহত

আনোয়ারায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা তিন জেলায় ৩ জনের মরদেহ উদ্ধার তিনজনের আত্মহত্যা
স্বদেশ ডেস্ক
  ১৫ জুলাই ২০২৪, ০০:০০
ঝিকরগাছায় গ্রিল কেটে ছুরিকাঘাতে মাকে হত্যা, মেয়ে আহত

যশোরের ঝিকরগাছায় ঘরের গ্রিল কেটে প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে চট্টগ্রামের আনোয়ারায় এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এদিকে নওগাঁর পত্নীতলার, দিনাজপুরের খানসামায় ও সিরাজগঞ্জে পৌর কাউন্সিলরসহ ৩ জনের মরদেহ জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিন জেলায় ৩ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, যশোর জানান, যশোরের ঝিকরগাছায় মধ্যরাতে গ্রিল কেটে ঘরের ঢুকে ফেরদৌসী খাতুন (৫০) নামে প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এসময় নিহতের মেয়ে জান্নাতি খাতুন (১২) ছুরিকাঘাতে আহত হয়। রোববার মধ্যরাত আড়াইটার দিকে উপজেলার নওয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌসী খাতুন নওয়ালী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।

প্রতিবেশীরা জানান, অজ্ঞাত চোরেরা রান্নাঘরের গ্রিল কেটে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকতে পারে। চুরির বিষয়টি ফেরদৌসী খাতুন টের পেয়ে যাওয়ায় তার বামকানের পাশে, ডানহাতের আঙুলে ও বাম বুকে ছুরিকাঘাত করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার মেয়ে জান্নাতি খাতুনকেও ছুরিকাঘাতে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, 'চুরি করতে গিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে কিনা এটা আমরা নিশ্চিত না, তবে গ্রিল কেটে ঘরে ঢুকে ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এটা হত্যাকান্ড, তবে কি কারণে এ হত্যাকান্ড ঘটল সেটি আমরা তদন্ত করছি।'

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের আনোয়ারায় পূর্ব শত্রম্নতার জেরে জালাল উদ্দিন নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ছৈয়দ আহমদ নামে একজনকে গ্রেপ্তার করেছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শোলকাটা এলাকার মনুমিয়া দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলতাফ মুন্সীর ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন সিকদার জানান, 'আমি ও জালাল জুঁইদন্ডী থেকে ট্রাকে করে ভোরে মাছ নিয়ে কালাবিবির দীঘির আড়তে যাচ্ছিলাম। শোলকাটা মনু মিয়ার দিঘিরপাড় এলাকায় পৌঁছলে সড়কে আরেকটি গাড়ি দিয়ে আমাদের মাছের ট্রাক প্রতিপক্ষরা গতিরোধ করে।'

তিনি বলেন, 'জালাল ঘটনা বুঝতে পেরে দৌড় দিতে গেলে জুঁইদন্ডী এলাকার মোক্তার ও তার দুই সহযোগী জালালকে ধরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে আমার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। জালালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'

আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ বলেন, 'মোক্তার ও জালালের মধ্যে পূর্ব থেকে শত্রম্নতা ছিল। তাদের মধ্যে একাধিকবার মারামারির ঘটনাও ঘটেছিল। উভয়ের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।'

তিনি আরও বলেন, 'ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পত্নীতলার নজিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিতুর (৪৫) রহস্যজনক মৃতু্য হয়েছে। রোববার উপজেলার পাটিচরা ইউপির সালিগ্রাম বুড়িদহ বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মিজানুর রহমান মিতু পৌরসভার ছোট চাঁদপুর এলাকার মোহাম্মদ আফছার আলী মন্ডলের ছেলে।

পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'মিজানুর রহমানের পরিবারের সদস্যরা জানিয়েছে, তিনি মাদকাসক্ত ব্যক্তি ছিলেন। ধারণা করা হচ্ছে মাদকাসক্ত অবস্থায় বিলের পানিতে পড়ে গিয়ে তার মৃতু্য হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃতু্যর সঠিক কারণ জানা যাবে।'

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের খানসামায় নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর জয়ন্ত রায় (২৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

শনিবার উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের বাঘার মোড় এলাকায় বেলান নদীতে নির্মাণাধীন রাবারডামের পাশ দিয়ে পারাপারের সময় এ নিখোঁজের ঘটনা ঘটে। নিহত জয়ন্ত রায় (২৫) ওই এলাকার জীতেন্দ্র নাথ রায়ের ছেলে।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আবু সায়েম বলেন, 'ডুবুরি টিমের সহায়তায় জয়ন্ত রায়ের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এমন অনাকাঙ্ক্ষিত মৃতু্য রোধে সকলের সচেতনতা অনেক জরুরি।'

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের পৌর এলাকার চক কোবদাসপাড়া-মহলস্নায় পানিতে ডুবে জুনায়েদ (৮) নামের এক শিশু মৃতু্য হয়েছে। শিশু জুনায়েদ চক কোবদাসপাড়ার আজিজুল হাকিম আবুলের ছেলে। শিশু জুনায়েদের চাচা সোহেল রানা জানান, 'রোববার স্কুল থেকে ফিরে বাড়ির পিছনের পুকুরে গিয়ে পা পিছলে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর কোম্পানীগঞ্জে এনজিওর ঋণের চাপে এক প্রবাসীর বাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাফর মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সানাউলস্নাহ বাহার (৬৫) মৃত শফি উল্যাহ মাস্টারের ছেলে এবং সৌদি প্রবাসী রাজীবের বাবা ছিলেন।

জানা যায়, শনিবার পরিবারের লোকজন ঘরের দরজা বন্ধ দেখে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুস সুলতান বলেন, 'এ ঘটনায় অপমৃতু্যর একটি মামলা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের ঘটনায় সালিশি বৈঠকে স্থানীয় ইউপি সদস্য কর্তৃক মারধরের অপমান সইতে না পেরে বিষপানে এক কৃষকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।

রোববার উপজেলার পুরানগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে উত্তর বৈতরণী দোয়ান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন (২৮) মৃত ওমর মিয়ার ছেলে। তার দুই ছেলে ও একটি মেয়ে রয়েছে।

সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কীটনাশকপানে তার মৃতু্য হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের রামপালে স্ত্রী সঙ্গে ঝগড়া করে অভিমানে মজনু শেখ ওরফে মনু (৩৮) নামের এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার উজলকুড় সোনাতুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মজনু শেখ সোনাতুনিয়া গ্রামের উত্তরপাড়ার আবদুল জলিল শেখের ছেলে। খবর পেয়ে রোববার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।

রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিধান চন্দ্র দাস জানান, 'এ ঘটনায় থানায় একটি অপমৃতু্য মামলা রেকর্ড করা হয়েছে। আর মৃতু্যর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে