নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম মোলস্না বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন। আর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হলো কৃতী শিক্ষার্থীরা। আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।
\হতিনি শনিবার শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত, জাতীয় শিক্ষা পদক ও শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. সজীবের সভাপতিত্বে স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশের উদ্বোধক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফেরদৌসি ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা বশিরুল ইসলাম বশির, উপজেলা শিক্ষা অফিসার তাজমুন্নাহার, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মো. আলমগীর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান।