পাঁচ জেলায় মাদককারবারি ও চোরচক্রসহ গ্রেপ্তার ১১

সাতকানিয়ায় যুবক খুনের ঘটনায় ৩ জন আটক

প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
মাদক, আন্তঃজেলা চোরচক্র ও ধর্ষণ মামলার অভিযোগে ভোলা, পটুয়াখালীর দুমকি, কুমিলস্নার চৌদ্দগ্রাম, নওগাঁর মান্দা, নেত্রকোনার মোহনগঞ্জে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে চট্টগ্রামের সাতকানিয়ায় দিনমজুরের মৃতু্যর ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার ভোলা জানান, ভোলায় ইয়াবাসহ মো. আওলাদ হোসেন আলাউদ্দিন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত আলাউদ্দিন ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্ণী গ্রামের মো. আজাহার মীরের ছেলে। রোববার ভোরের দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার দুপুরের দিকে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ এর সত্যতা নিশ্চিত করেন। দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর দুমকিতে ২টি ছাগল ও চোরাইকালে ব্যবহৃত একটি সিএনজিসহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে আটক করে থানা পুলিশ। রোববার দুপুরে উপজেলার আঠারগাছিয়া মাদ্রাসা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলো, বাউফলের কাছিপাড়া এলাকার ইউনুস প্যাদার ছেলে এলেন প্যাদা (৩৫), ঝালকাঠির কেওড়া ইউনিয়নের মৃত আব্দুর রব হাওলাদারের ছেলে সিএনজি ড্রাইভার রুবেল হাওলাদার (৩৪) এবং নলছিটির রফিক সিকদারের ছেলে সম্রাট সিকদার (৩৫)। এদের মধ্যে এলেন প্যাদার নামে বরিশাল বিএমপি বন্দর, ঝালকাঠির নলছিটি, পটুয়াখালীর মির্জাগঞ্জসহ বিভিন্ন জেলায় ৬টি মামলা রয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আব্দুল হান্নান জানান, আটককৃত এলেন প্যাদার বিরুদ্ধে বরিশালের একাধিক থানায় মামলা রয়েছে। চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামে সিএনজি অটোরিকশা বোঝাই ২৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা। আটককৃতরা হলো- চিওড়া ইউনিয়নের পূর্ব ডিমাতলী গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে মো. ইউসুফ ও জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামের কাজী অহিদুর রহমানের ছেলে কাজী মো. লিটন। পুলিশ জানায়, রোববার ভোরে থানা পুলিশের একটি টিম চিওড়া ইউনিয়নের ঘোষতল এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোলস্না মো. এমদাদুল হকের ছেলে এবং ভাগ্নেসহ ৪ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বড়পই গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে বজলুর রহমান (৫৪), আলহাজ মোলস্না মো. এমদাদুল হকের ছেলে মমিনুল হক (৩৪), আব্দুল করিমের ছেলে তৌকির আহমেদ মিঠু (২৬) এবং ছোট বেলালদহ গ্রামের রাসেল আলীর ছেলে সাব্বির হোসেন (২৩)। এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ে বিশেষ অভিযান চালিয়ে ৪ মাদকসেবীকে আটক করা হয়। মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার মোহনগঞ্জে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উজ্জল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বড়কারশিয়া বিরামপুর ইউনিয়নের পাবই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার একই গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় অভিযুক্ত উজ্জল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। উজ্জল মিয়া পাবই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। ভুক্তভোগী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় ছুরিকাঘাতে এক দিনমজুরের মৃতু্যর ঘটনায় ধূম্রজালের সৃষ্টি হয়েছে। একটি সূত্র দাবি করছে জায়গা ও ভাড়া বাসা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। তবে অপর একটি বিশ্বস্ত সূত্রের দাবি সিএনজিতে করে বাসায় যাওয়ার সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে রেখে চলে গেছে। শনিবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিওসির মোড় এলাকার দোহাজারী সড়ক ও জনপদ অফিসের সামনে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহত দিনমজুরের নাম মো. ইব্রাহিম খলিল (৪০)। তিনি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীর ছমুর মুখ ইয়াংছা এলাকার মৃত সিরাজ মিয়ার পুত্র বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে একই এলাকার রসুলাবাদের একটি কলোনিতে ভাড়ায় বসবাস করে আসছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ওইসময় একই এলাকায় পূর্বশত্রম্নতার জের ধরে দু'পক্ষের সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছে। আহত যুবকের নাম দেলোয়ার হোসেন (২১)। সে দোহাজারী পৌরসভার চাগাচর নয়াপাড়া এলাকার বাসিন্দা আমির হোসেনের পুত্র। প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে সাতকানিয়া থানা পুলিশ সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃতরা হলেন- মৃত আব্দুস সবুরের কন্যা হোসনে আরা বেগম প্রকাশ ভূট্টুনি (৫০) এবং তার দুই ছেলে মো. পারভেজ (৩১) ও আকাশ (২৬)। এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একটি মিটিংয়ে আছেন বলে জানান। তিনি এ বিষয়ে তথ্যের জন্য সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমদ সাব্বিরের সঙ্গে যোগাযোগ করতে বলেন। সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমদ সাব্বিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনা দুটি সম্পূর্ণ আলাদা। মূলত দিনমজুরের মৃতু্য হয়েছে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে। ভিকটিমকে উদ্ধার করে এক সিএনজি চালক সাতকানিয়া এলাকার একটি হাসপাতালে ভর্তি করালে তার মৃতু্য হয়। এটি চন্দনাইশ থানার আওতাধীন। এ ঘটনায় চন্দনাইশ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। অপর ঘটনাটি ঘটেছে জায়গা ও ভাড়া বাসা সংক্রান্ত বিরোধের জের ধরে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।