এলজিইডি কর্মকর্তা-কর্মচারীদের কৃতী সন্তানদের সংবর্ধনা

প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
এলজিইডি সদর দপ্তরে ১৩ জুলাই এলজিইডি কল্যাণ সমবায় সমিতি লি. (এলকেএসএস)-এর সদস্যভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের কৃতী সন্তানদের সংবর্ধনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৩ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- এলকেএসএস-এর সভাপতি ও এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন। সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ। এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের কৃতী সন্তানদের উদ্দেশ্যে প্রধান প্রকৌশলী বলেন, 'তোমাদের সাফল্যে আমরা গর্বিত। ভালোভাবে পড়ালেখা করলে চলতে-ফিরতে সমস্যা হবে না। তোমাদের মেধা ও শ্রম দেশের উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা চাই, তোমরা সারা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল কর।' অনুষ্ঠানে এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি