তালতলীতে মডেল মসজিদে প্রথম জুমায় মুসলিস্নদের ঢল

প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০

তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে নবনির্মিত সুসজ্জিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জুমার নামাজ আদায় করেছেন মুসলিস্নরা। এই জুমার নামাজ আদায়ের মাধ্যমে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সাধারণ মুসলিস্নদের জন্য উন্মুক্ত করা হয়। শুক্রবার উপজেলার সদর এলাকার স্থানীয় ছাড়াও আশপাশ এলাকার প্রায় এক হাজারের বেশি মুসলিস্ন আগ্রহ-উদ্দীপনা নিয়ে জুমার নামাজ আদায় করতে আসেন। একই সঙ্গে নারীরাও নামাজ আদায় করেছেন। গত ২০২৩ অক্টোবর মাসে এই মসজিদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম এ জুমার নামাজ আদায় করতে আসেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবির, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু. তৌফিকুজ্জামান তনু প্রমুখ। মফস্বল এলাকায় আধুনিক ও একসঙ্গে এত লোক নামাজ আদায় করতে পেরে মুসলিস্নরা উচ্ছ্বাস প্রকাশ করেন। নামাজের আগে ঘণ্টাব্যাপী কোরআন-হাদিসের আলোচনা ও নামাজে ইমামতি করেন মডেল মসজিদের পেশ ইমাম মুফতি এস.এম শেখ শাফায়াত মাদানী।