গাছ লাগান পরিবেশ বাঁচান, নিজ নির্বাচনী এলাকার জনগণের কাছে আহ্বান রাখেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদদুল হাসান। নেত্রকোনা জেলার মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি উপজেলায় প্রায় ১৩ হাজার বৃক্ষরোপণ করেছেন তিনি। বুধবার মোহনগঞ্জ উপজেলায় অডিটরিয়াম কাম মালটিপারপাস হলরুমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনার-৪ আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান। মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজুওয়ানা কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন, এছাড়াও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ সুধীসমাজের ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সাজ্জাদুল হাসান এমপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ফলজ, বনজ, ঔষধি গাছের চারা বিতরণ করেন ও মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এবং তেতুলিয়াগামী বড়তলী রাস্তার পাশে বৃক্ষরোপণের কার্যক্রমের শুভ সূচনা করেন। এর আগে তিনি হাওড়বেষ্টিত খালিয়াজুড়ী ও মদন উপজেলায় সোম ও মঙ্গলবার দুই দিনে প্রায় ৮ হাজার বৃক্ষরোপণ করেন