মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

রূপগঞ্জে ৬ অপহরণকারী আটক, ভিকটিম উদ্ধার

দুই জেলায় দুই মাদককারবারি গ্রেপ্তার
স্বদেশ ডেস্ক
  ১৪ জুলাই ২০২৪, ০০:০০
রূপগঞ্জে ৬ অপহরণকারী আটক, ভিকটিম উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত যুবককে উদ্ধার করা হয়। এ ছাড়াও সাতক্ষীরার পাটকেলঘাটায় ও হবিগঞ্জের চুনারুঘাটে মদ এবং গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপহরণ হওয়া রাজিব নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে ভিকটিমের স্বজনদের দেওয়ার তথ্যের ভিত্তিতে উপজেলার গোলাকান্দাইল ৫ নং ক্যানেল থেকে তাদের গ্রেপ্তার করে পিকআপ ড্রাইভার রাজিব মিয়াকে উদ্ধার করে।

অপহরণ হওয়া রাজিব শরিয়তপুরের সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের সোরাফ মোলস্নার ছেলে।

গ্রেপ্তার অপহরণকারীরা হলো- উপজেলার কলাতলী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. শান্ত (২২), অলিউলস্নাহ ঢ়ারির ছেলে জুয়েল ওরফে রাকিব (২৪), উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫নং ক্যানেলের দুলাল জমাদ্দারের ছেলে বিলস্নাল হোসেন (২৪), আনোয়ার হোসেনের ছেলে আল-আমিন (২০), আসাদ (২৫) ও ৫নং ক্যানেল কাজলের বাড়ির ভাড়াটিয়া শামীম (৪৬)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ১০ জুলাই বিকালে অপহরণকারীরা পিকআপ ড্রাইভার রাজিব মিয়াকে ভুলতা গাউছিয়া থেকে অপহরণ করে। পরে তার মুক্তিপণের জন্য তার পরিবারের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা যদি না পায় তাহলে ভিকটিমকে মেরে ফেলবে বলে মুটোফোনে হুমকি প্রদান করে। তার পরিবার স্বজনরা শরিয়তপুর থেকে রূপগঞ্জ থানায় হাজির হয়ে থানা পুলিশকে অবগত করে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ৬ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে অপহরণকৃত ভিকটিম পিকআপ ড্রাইভার রাজিবকে উদ্ধার করা হয়েছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার পাটকেলঘাটায় চার বোতল ভারতীয় মদসহ বিশ্বজিৎ কুমার দাস (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের ভৈরব নগর এলাকা থেকে আটক করা হয়। আটক বিশ্বজিৎ দাস কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের মৃত তারাপদ দাসের ছেলে।

পুলিশ জানায়, মাদক বিক্রির উদ্দেশ্যে ভৈরবনগর এলাকায় একজন অবস্থান করছে এমন খবর পেয়ে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। ওই সময় চার বোতল ভারতীয় মদসহ বিশ্বাজিৎ দাসকে আটক করা হয়।

পাটকেলঘাটা থানার ওসি বিপস্নব কুমার নাথ জানান, এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। শনিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের চুনারুঘাটে ১৭ কেজি গাঁজাসহ এক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নুরুল ইসলাম (৪২) উপজেলার ৮ নম্বর সাঁটিয়াজুড়ী ইউপির পনারগাঁও গ্রামের আ. গফুরের ছেলে। এক বিজ্ঞপ্তিতে চুনারুঘাট থানার ওসি হিলেস্নাল রায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, উপজেলার উবাহাটা এলাকায় গোপন সূত্রে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ কারবারি নুরুল ইসলাম গ্রেপ্তার করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এ অভিযানে গাঁজা কারবারি নুরুল ইসলামের অপর সহযোগী পালিয়ে যায় বলে থানার ওসি জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে