ভিন্ন কারণে বাংলাদেশ সিরিজে থাকছেন না শাহিন আফ্রিদি !
প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
চার বছর পর পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। আসন্ন সিরিজ থেকে স্বাগতিক তারকা শাহিন শাহ আফ্রিদি বাদ পড়ছেন বলে দেশটির সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল। কারণ হিসেবে জানানো হয়, কোচের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি হিসেবে এমন সিদ্ধান্ত! তবে এবার জানা গেছে, ভিন্ন কারণে আসন্ন সিরিজে থাকছেন না শাহিন। কারণ ওই সময় তিনি প্রথম সন্তানের বাবা হতে চলেছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের টেস্ট ফরম্যাটের কোচ জেসন গিলেস্পি জানিয়েছেন, 'শাহিন সম্ভাব্য সন্তান আগমনের কারণে বাংলাদেশ সিরিজটি মিস করতে যাচ্ছেন। আমরা তাকে কিছু বিশ্রাম দিতে পারি, যদি সে ওই সময়টাতে স্ত্রীর পাশে থাকতে চায়।'
এর আগে ২০২৩ সালের ফেব্রম্নয়ারিতে করাচির জাকারিয়া মসজিদে বেশ গাম্ভীর্যপূর্ণ পরিবেশে শহীদ আফ্রিদির দ্বিতীয় মেয়ে আনশা আফ্রিদিকে বিয়ে করেন শাহিন। পরবর্তীতে সেপ্টেম্বরে ওয়ালিমা সম্পন্ন হয় শাহিন-আনশা দম্পতির। প্রথমে সেই বিয়ে হয়েছিল 'আফ্রিদি উপজাতি'র প্রথা অনুযায়ী। তখন পরিবারের খুব কাছের সদস্য ও বন্ধুদের নিয়ে বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন শাহিন আফ্রিদি। তারপর হয় 'রুখসাতি' (কনেকে তুলে দেওয়া) ও বিয়ে-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান।
এদিকে সাম্প্রতিক সময়ে শাহিন আফ্রিদি আলোচনায় আসেন কোচের সঙ্গে দুর্ব্যবহারের ইসু্যতে। সর্বশেষ টি২০ বিশ্বকাপের গ্রম্নপপর্ব থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান। তাদের হতাশাজনক পারফরম্যান্সের পর সামনে এসেছে দলে অন্তর্কোন্দলের বিষয়টি। আফ্রিদির আচরণে প্রথম অসঙ্গতি দেখা গিয়েছিল বিশ্বকাপের আগে ইংল্যান্ড সফরে। হেডিংলিতে অনুশীলনের সময় দর্শকের সঙ্গে একাধিকবার তর্কে জড়ান এই তারকা পেসার। এরপর কোচের সঙ্গেও ওই সিরিজ চলাকালে তার খারাপ আচরণের কথা শোনা যায়। তবে সেটি বড় কিছু নয় বলে মন্তব্য করেছেন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ।
পরে অবশ্য ওই ঘটনায় এই পেসার ক্ষমা চান বলেও ইউসুফ উলেস্নখ করেন। এদিকে সূত্রের বরাতে শাহিনের সঙ্গে তখন কী ঘটেছিল সেটি জানিয়ে জিও নিউজ বলছে, অনুশীলনে আফ্রিদি অনেক বেশি নো বল করছিলেন। সেটি নিয়ে তার সঙ্গে কথা বলতে গেলে বাঁ হাতি পেসার জানান, 'আমাকে এখন অনুশীলন করতে দিন এবং মাঝপথে কথা বলে বিরক্ত করবেন না। আপনি নিজের কাজে মনোযোগ দিন।' যা নিয়ে পরে দুজনের মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
বিষয়টি নিয়ে শাহিনের আচরণ বদলাতে বলেন সফরে পাকিস্তানের সিনিয়র ম্যানেজারের দায়িত্বে থাকা ওয়াহাব রিয়াদ। পরে নিজের ভুল বুঝতে পেরে ইউসুফের কাছে ক্ষমা চান শাহিন।