মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

কত টাকা প্রাইজমানি পাবে কোপা ও ইউরো জয়ীরা?

ক্রীড়া ডেস্ক
  ১৪ জুলাই ২০২৪, ০০:০০
কত টাকা প্রাইজমানি পাবে কোপা ও ইউরো জয়ীরা?

এবারের কোপা আমেরিকা জিতলে সবশেষ আসরের তুলনায় প্রায় ৪ গুণ বেশি অর্থ পাবে চ্যাম্পিয়ন দল। বাংলাদেশি মুদ্রায় যা কিনা ২১৮ কোটি টাকারও বেশি। যদিও রানার্স আপ প্রাইজমানি থাকছে এর অর্ধেকেরও অনেক কম। অন্যদিকে ইউরো শিরোপা পুনোরুদ্ধার করলেই সাড়ে তিনশ' কোটির বেশি টাকা পাবে স্পেন। যদিও ইংল্যান্ড জিতলে প্রাইজমানি কমে যাবে টুর্নামেন্ট নিয়মের কারণে।

প্রায় মাসখানেকের ফুটবলযজ্ঞ শেষে পর্দা নামার অপেক্ষায় দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্ব কোপা ও ইউরোর। হিসেব-নিকেশ চলছে ফাইনাল নিয়ে। যেখানে গৌরব তো আছেই, অর্থের হিসাবটাও মাথায় রাখতে চাইবে চার ফাইনালিস্ট। কনকাকাফের সঙ্গে যৌথভাবে এবারের কোপার আয়োজন করেছে কনমেবল। মার্কিন মুলুকে কেবল আসরের জৌলুস নয়, বাড়ানো হয়েছে প্রাইজমানির পরিমাণও। শুধু অংশগ্রহণ করলেই ৩ মিলিয়ন ডলার। এরপর শীর্ষ চার দলের মাঝে ভাগ করে দেওয়া হবে আরও ৬০ মিলিয়ন। সবমিলিয়ে হিসেব টানলে কোপার চ্যাম্পিয়ন দলের কোষাগারে জমা হবে বাংলাদেশি মুদ্রায় ২১৮ কোটি টাকারও বেশি। গতবারের তুলনায় যা কিনা ৪ গুণ। ২০২১ সালে ব্রাজিলে হওয়া কোপার সবশেষ আসরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন প্রাইজমানি হিসেবে পেয়েছিল ৫৫ কোটি টাকা। এবার রানার্স আপ হলেও, সে তুলনায় আড়াই গুণ বেশি টাকা পাবে আলবিসেলেস্তারা। আর্জেন্টিনার সামনে এখন ইতিহাসের প্রথম দল হিসেবে টানা দুই কোপা জেতার পাশাপাশি এই বিপুল পরিমাণ অর্থ ফেডারেশনের কোষাগারে জমা করার বিষয়টাও মাথায় থাকবে। বলে রাখা ভালো, পৃথিবীর সবচেয়ে পুরনো এই ফুটবল টুর্নামেন্টের ইতিহাসে এত বিশাল অঙ্কের প্রাইজমানির নজির

\হএবারই প্রথম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে